সংশোধনাগারে সমাজভিত্তিক আইনি সচেতনতা শিবির

নিজস্ব প্রতিবেদন ঃদার্জিলিং জেলা লিগ্যাল এইড ফোরামের উদ্যোগে এবং শিলিগুড়ি বিশেষ সংশোধনাগারের সহযোগিতায় সমাজভিত্তিক আইনি সচেতনতার অনুষ্ঠান হলো মঙ্গলবার । সংশোধনাগারের প্রায় শতাধিক আবাসিক ও আধিকারিক সেখানে অংশ নেয়।. কিভাবে নেশার কবল থেকে মুক্তি পাওয়া যাবে,নেশা থেকে গৃহ বিবাদ, শিশুদের উপর অত্যাচারের ঘটনার সঠিক ভাবে নিয়ন্ত্রণ করা ইত্যাদি বিষয়ে আলোচনা হয় সেখানে। নিঃশুল্ক ব্যবস্থাপনায় নবদিশা শেল্টার হোমের বিভিন্ন দিকও সেখানে জানানো হয়।
সমাজের মূল স্রোতে ফেরার ইচ্ছাশক্তিকে বাড়িয়ে তুলতে শারীরিক শৈলীর প্রশিক্ষণও দেওয়া হয় অনুষ্ঠানে।
সমস্ত অনুষ্ঠানের পরিচালনা করেন লিগ্যাল এইড ফোরামের সভাপতি অমিত সরকার,জাতীয় এথেলেটিক কোচ দেবকুমার দে ওরফে কানু,ফোরামের যুগ্ম সম্পাদক ডাঃ সংযুক্তা মৈত্র, শিমা গুরুং, দীপন গুরুং।
শারীরিক শৈল চিকিৎসাকে সংশোধনাগারের আবাসিকদের মানসিক বিকাশে সপ্তাহে একদিন বা প্রয়োজনে প্রতিদিন প্রশিক্ষণ দেবেন দেবকুমার দে।
অনুষ্ঠানে যোগ দেয় প্লেয়ার্স ওয়েলফেয়ার এন্ড রিহ্যাব সোসাইটি ও নর্থবেঙ্গল রিহ্যাব সেন্টার.