
নিজস্ব প্রতিবেদন ঃবিবাহযোগ্যা কন্যার বিয়ে দিতে পারছিলেন না বাবা-মা। কারন অর্থের অভাব।শেষমেষ স্বেচ্ছাসেবী সংস্থা আস্থা ফাউন্ডেশনের উদ্যোগে মেয়ের বিয়ে দিতে পারলেন বাবা মা।ফুটলো তাদের মনে হাসি।খবর কোচবিহারের।
জ্যোতিষ মোহন্ত তার প্রথম কন্যা সুস্মিতা মহন্তর বিয়ে দিতে চলেছেন কুড়ি তারিখের মধ্যে।কিন্তু ঠেল চালক বাবার কাছে মেয়ের বিয়ে দেওয়া কষ্ট সাধ্য হয়ে পড়ে।বিভিন্ন মহলে মেয়ের বিয়ের জন্য সাহায্য চান বাবা মা।কিন্তু সেভাবে সাড়া পাননি তাঁরা।
শেষে আস্থা ফাউন্ডেশন থেকে লেপ তোষক বালিশ বিছানার চাদর বালিশের কভারের ব্যবস্থা করা হয়। কোচবিহার পিলখানা রোডে বাড়ি সেই বাবামায়ের
