শিলিগুড়িতে রক্তের জন্য হাটুন পদযাত্রা

নিজস্ব প্রতিবেদন, শিলিগুড়ি ঃশিলিগুড়ি সূর্যনগর সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে শুক্রবার শিলিগুড়ি শহরে বের হলো রক্তের জন্য হাটুন পদযাত্রা। পদযাত্রায় মাদল ধামসা নিয়ে যোগ দেন অনেকে। তার সঙ্গে বিভিন্ন স্কুল কলেজ, বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রী, এনসিসি ক্যাডেট সহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থা এদিন যোগ দেয় পদ যাত্রায়।

সূর্যনগর সমাজ কল্যাণ সংস্থা গত 12 জানুয়ারি থেকে স্বেচ্ছায় রক্তদান উৎসবের আয়োজন করেছে। কুড়িতম উত্তরবঙ্গব্যাপী এই স্বেচ্ছা রক্তদান শিবিরে আট জেলার বিভিন্ন সংগঠন ও ব্লাড ব্যাংক সামিল হয়েছে। রক্তদানে উদ্বুদ্ধ করার জন্য শুরু হয়েছে বিভিন্ন প্রদর্শনী, উদ্বুদ্ধকরণ শিবির। এরই অঙ্গ হিসেবে শুক্রবার রক্তের জন্য হাঁটুন পদযাত্রা অনুষ্ঠিত হলো শিলিগুড়ি থেকে। অর্জুন মান্তু ঘোষ এই পদযাত্রার উদ্বোধন করেন। সমাজ কল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক তপন সরকার জানিয়েছেন, 28 শে জানুয়ারি পর্যন্ত তাদের এই স্বেচ্ছায় রক্তদান উৎসব চলবে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা 2019 সালের মধ্যে 100% পৃথিবী রক্তদান পরিষেবা স্বেচ্ছায় রক্তদাতা নির্ভর হওয়ার লক্ষ্যমাত্রা ধার্য করেছে। সেদিকে তাকিয়েই কাজে নেমেছে সূর্যনগর সমাজ কল্যাণ সংস্থা। প্রতিবছরই তারা স্বেচ্ছায় রক্তদান উৎসবের আয়োজন করেন। রক্তদানের প্রয়োজনীয়তা কতটা তা তারা বিভিন্নভাবে মানুষকে উদ্বুদ্ধ করেন এবং বিভিন্ন স্থানে রক্তদান শিবিরের আয়োজন করেন। উত্তরবঙ্গ জুড়ে রক্তদান আন্দোলনের বিরাট এক মহানুভব আন্দোলন তৈরি করেছে শিলিগুড়ির এই সংস্থা। প্রখ্যাত ক্রীড়াবিদ স্বপ্না বর্মনের স্বাক্ষরিত শংসাপত্র এবং ধন্যবাদসূচক ব্যাজ এবার স্বীকৃতি হিসাবে সব রক্তদাতাদের দেওয়া হচ্ছে।এবারে নিচের লিঙ্কে ক্লিক করে দেখে নিন পদযাত্রা এবং খবরের ঘন্টার ইউ টিউব লিংক—-