মালদায় ট্রাফিক পুলিশের প্রশংসনীয় কাজ

নিজস্ব প্রতিবেদনঃকলকাতা থেকে সরকারি বাসে মালদায় ফিরে বাস থেকে নামার পর এক ব্যক্তির তার মানিব্যাগ হারিয়ে ফেলে। বিষয়টি কর্তব্যরত ট্রাফিক পুলিশকে সেই ব্যক্তি জানায়। কয়েক ঘন্টার মধ্যেই ট্রাফিক পুলিশের তৎপরতায় হারিয়ে যাওয়া মানিব্যাগটি উদ্ধার করে সেই ব্যক্তির হাতে তুলে দেওয়া হয়। পুলিশের এই উদ্যোগ খুব প্রশংসনীয়। হারিয়ে যাওয়া মানিব্যাগটি হাতে পেয়ে ওই ব্যক্তি জেলা ট্রাফিক পুলিশকে ধন্যবাদ জ্ঞাপন করেছেন। বৃহস্পতিবার মালদা জেলা ট্রাফিক ওসি বিটুল পাল রথবাড়ি ট্রাফিক অফিস থেকে সেই ব্যক্তির হাতে মানিব্যাগটি তুলে দেন। জেলা ট্রাফিক পুলিশের ওসি ইকবাল জানান, বৃহস্পতিবার সকালে কলকাতা থেকে মালদায় ফেরেন ভূতনি থানার করমোটলার বাসিন্দা অজয় বসাক, তিনি শ্রমিক সরবরাহের কাজের সাথে যুক্ত। বিশেষ কাজে কলকাতা থেকে তিনি মালদায় ফিরছিলেন এদিন সকালে ইংরেজবাজার শহরের রথবাড়ি মোড় এর একটি সরকারি বাস থেকে নামার সময় তার মানি ব্যাগটি হারিয়ে যায়। বিষয়টি কর্তব্যরত ট্রাফিক পুলিশ‌কে বিষয়টি জানাযলে এক ঘন্টা খোঁজাখুজি করার পর হারিয়ে যাওয়া মানিব্যাগটি উদ্ধার করে ট্রাফিক পুলিশ আর তারপরই উপযুক্ত প্রমান দেখে অজয় বসাকের হাতে মানিব্যাগটি তুলে দেওয়া হয়। এদিকে হারিয়ে যাওয়া মানিব্যাগটি হাতে পেয়ে জেলা ট্রাফিক পুলিশকে ধন্যবাদ জানিয়েছেন অজয় বসাক।