স্বামী সংসার সামলে ভিন্ন ধর্মী বস্ত্র প্রতিষ্ঠান গড়েছেন এই মহিলা, কিভাবে স্বনির্ভর হবেন মহিলারা

নিজস্ব প্রতিবেদন : মহিলারা যদি নিজেকে ভালোবাসে,মহিলারা যদি সংসার করেও কিছু স্বপ্ন দেখে এবং সবাইকে সঙ্গে নিয়ে এগিয়ে যায়,ভালো মানুষ হয়ে এগোতে পারে তবে অবশ্যই স্বনির্ভরতায় সফলতা আসবে। এমনটাই মনে করেন ঝিমলি ব্যানার্জী।রবিবার শিলিগুড়ি সেবক রোডের প্ল্যানেট মলে শুরু হয়েছে ঝিমলিদেবীর বস্ত্র প্রতিষ্ঠান আরডিস কুশর। কলকাতার মেয়ে ঝিমলিদেবী।বিয়ে হয়েছে আলিপুরদুয়ারে।এতোদিন আলিপুরদুয়ারেই ছিলো তাঁর ভিন্ন ধর্মী বস্ত্র প্রতিষ্ঠান। এবার শিলিগুড়িতেও শুরু হলো সেই আরডিস কুশর। স্বামী সন্তান সামলে ব্যবসা প্রতিষ্ঠানকে সফলতার জায়গায় নিয়ে যাওয়া যায়।তার উদাহরণ তৈরি করেছেন ঝিমলিদেবী।এদিন ঝিমলিদেবী জানিয়েছেন, তাঁর প্রতিষ্ঠানে যেসব বস্ত্র পাওয়া যাবে তার দাম পাঁচ হাজার টাকা থেকে শুরু। শাড়ি, স্যুটস,লেহেঙ্গা, ওয়েস্টার্ন সহ পার্টিওয়ার কালেকশন এবং স্টাইলে একদম এক্সক্লুসিভ কালেকশন রয়েছে রয়েছে। ফ্যাশন জগতে এ এক নতুন ধারণা বলে উল্লেখ করেন ঝিমলিদেবী।

বিস্তারিত জানতে নিচের লিঙ্কে ক্লিক করুন: