
নিজস্ব প্রতিবেদন ঃ আমেরিকা থেকে প্রকাশিত একটি আন্তর্জাতিক গবেষণা পত্রিকায় শিলিগুড়ি শরৎচন্দ্র পল্লীর বিজ্ঞানী নির্মলেন্দু দাসের একটি লেখা প্রকাশিত হয়েছে। সেই লেখায় তিনি করোনার ওপর কিছু আলোকপাত করেছেন। তিনি লিখেছেন, দেহের ভিতরকার কোষগুলোকে যদি কোনো ওষুধ বা যন্ত্রের সাহায্যে মেরামত করা যায় তবে করোনা ছাড়া অন্য অনেক জটিল রোগ থেকে মুক্তি পেতে পারে মানুষ। কোষগুলো কেন এলো, তা নিয়ে অঙ্কও তিনি মেলে ধরেছেন। কাপল সিস্টেমের মাধ্যমে সেলগুলো তৈরি হয়েছে। সেলের কাপলিং যদি মেরামত করা যায় তবে বিরাট পরিবর্তন আসবে। শুনুন তাঁর কথা—
