দুর্যোগে ব্যতিক্রমী, অসম সাহসী টোটো চালক মুনমুন সরকারকে উৎসাহ সৌমির

নিজস্ব প্রতিবেদনঃকরোনার এই দুর্যোগে কাঁদছে অসংখ্য মানুষ। বহু প্রান বিপন্ন। আর এই সময়েই আবার মানুষের সেবায় নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে বহু মানুষ সেবার কাজে নেমে পড়েছেন। এইসব অসামান্য মানুষদের মধ্যেই একজন হলেন অসম সাহসী টোটো চালক মুনমুন সরকার। করোনা আক্রান্তদের বিনামূল্যে নিজের টোটোতে চাপিয়ে হাসপাতালে পৌঁছে দেওয়া থেকে শুরু করে স্যানিটাইজেশন নিষ্ঠার সঙ্গে চালিয়ে যাচ্ছেন মুনমুনদেবী।তাঁর এই অসামান্য সেবা দেখে তাঁর সঙ্গে সেবার কাজে ঝাঁপিয়ে পড়েছেন আরও দু’জন মহিলা। আর এই কাজ দেখে মঙ্গলবার মহিলা পরিচালিত স্বেচ্ছাসেবী সংস্থা সৌমির তরফে মিলি সিনহা, শ্রাবনী চক্রবর্তী সহ অন্যরা মুনমুনদেবীর হাতে পি পি ই কিট কেনা এবং স্যানিটাইজেশনবাবদ কিছু অর্থ সাহায্য তুলে দেন। এদিন দেশবন্ধু পাড়ায় নৃত্য মঞ্জিল মিউজিক একাডেমি স্যানিটাইজেশন করেন মুনমুনদেবী এবং তাঁর টিম।