শিলিগুড়িতে মুকুন্দ মজুমদারের নামে রাস্তার নামকরণের দাবি

নিজস্ব প্রতিবেদন ঃ  শিলিগুড়ি শহরে সম্প্রতি মোহনবাগান ক্লাবের নামে মোহনবাগান এভিনিউয়ের উদ্বোধন হয়েছে। ইস্টবেঙ্গল ক্লাবের নামে শহরে ইস্টবেঙ্গল রোডের নামকরণও হয়েছে। সেই সব সূত্র ধরে সদ্য প্রয়াত বাংলা ভাষা আন্দোলনের নেতা ডাঃ মুকুন্দ মজুমদারের নামে একটি রাস্তার নামকরণ করার দাবি উঠলো।শিলিগুড়ি পুরসভার কাছে ওই দাবি রেখেছেন প্রয়াত ডাক্তার মুকুন্দ মজুমদারের স্ত্রী স্মৃতিকনা মজুমদার। বুধবার শিলিগুড়িতে সাংবাদিকদের কাছে স্মৃতিকনাদেবী বলেন, কলকাতার ঐতিহ্যমন্ডিত মোহনবাগান ও ইস্টবেঙ্গল ক্লাবের নামে রাস্তার নামকরণকে স্বাগত জানাচ্ছেন। শিলিগুড়ি পুরসভার এই প্রয়াস খুবই ভালো। কিন্তু বাংলা বিভাজনের বিরুদ্ধে যিনি দিনরাত এক করে লড়াই করেছেন,যিনি নিজের সব সুখস্বার্থ ত্যাগ করে বাংলা ভাষার জন্য লড়াই করেছেন তাঁর জন্য শহরের একটি রাস্তার নামকরণ কেন হবে না? কলকাতার সল্ট লেকে প্রয়াত মুকুন্দবাবুর বাসস্থান হলেও বাংলা ভাষার স্বার্থে এবং বাংলা বিভাজনের বিরুদ্ধে তাঁর মূল আন্দোলন স্থল ছিলো শিলিগুড়ি। শিলিগুড়ি বিধান রোডের অটো স্ট্যান্ডে মুকুন্দবাবু নিয়ম করে একুশে ফেব্রুয়ারি এবং ১৯শে মের শহিদ দিবস পালন করেছেন।একজন বিলাত ফেরত উচ্চ মানের চক্ষু চিকিৎসক হলেও নিজের অতিরিক্ত অর্থ রোজগার বা নিজের সুখ স্বার্থ বিসর্জন দিয়েছেন ডাক্তার মজুমদার। বাংলা ভাষার অধিকার রক্ষা এবং বাংলা ভাগের চক্রান্ত রুখতে ডাক্তার মজুমদারের ধারাবাহিক লড়াইকে শ্রদ্ধা জানাতে শিলিগুড়িতে ডাক্তার মজুমদারের নামে একটি রাস্তার নামকরণ এবং তাঁর একটি মূর্তি স্থাপনের দাবি তুলেছেন স্মৃতিকনাদেবীরা।এদিন শিলিগুড়িতে ডাক্তার মজুমদার এর ওপর একটি বইয়ের আনুষ্ঠানিক উদ্বোধনও করা হয়।আগামী ১৯শে মে ভাষা শহিদ দিবস তাঁরা শ্রদ্ধার সঙ্গে উদযাপন করবেন বলেও উল্লেখ করেন স্মৃতিকনাদেবী।এদিন সেই অনুষ্ঠানে বিশিষ্ট বুদ্ধিজীবি শ্রীপদ দাস,আশীষ ঘোষ, আরতি দত্ত প্রমুখ উপস্থিত ছিলেন।

বিস্তারিত জানতে নিচের লিঙ্কে ক্লিক করুন—-