দার্জিলিং জেলার রেড ভলেন্টিয়ারদের অক্সিজেন কনসেনট্রেটর দিলেন বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলি

নিজস্ব প্রতিবেদন ঃ দার্জিলিং জেলার রেড ভলেন্টিয়ারদের অক্সিজেন কনসেনট্রেটর দিলেন ভারতীয় ক্রিকেটের প্রাক্তন অধিনায়ক এবং বর্তমান বিসিসিআই সভাপতি তথা বাঙালির গর্ব সৌরভ গাঙ্গুলি। তার হাত থেকে অক্সিজেন কনসেনট্রেটর গ্রহণ করেছেন তিলক গুণ ও সুপ্রতিম সেন। এই কনসেনট্রেটর দুটি মূলত শিলিগুড়ি শহর সহ দার্জিলিং জেলার সব স্থানেই প্রয়োজনমতো ব্যবহার করা হবে। শিলিগুড়িতে অক্সিজেনের অভাব মেটানোর জন্য কিছুদিন আগে শিলিগুড়ির প্রাক্তন মেয়র-বিধায়ক অশোক ভট্টাচার্যের কাছে রেড ভলেন্টিয়াররা কনসেনট্রেটর আবদার করেন। সেই সময় অশোক ভট্টাচার্য প্রাক্তন ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক সৌরভ গাঙ্গুলীকে ফোন করে এই সমস্যার জন্য দুটি কনসেনট্রেটরের কথা বলেন এবং সৌরভ গাঙ্গুলী সাথে সাথে শিলিগুড়ির রেড ভলেন্টিয়ারদের কাজের সুবিধার জন্য কনসেনট্রেটর দেওয়ার জন্য রাজি হয়ে যান। সেই কথামতো শুক্রবার দার্জিলিং জেলার রেড ভলেন্টিয়ারদের হাতে সেই কনসেনট্রেটর দুটি তুলে দেন স্বয়ং বর্তমান বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলী।