যাঁরা রাশিয়া ইউক্রেন যুদ্ধে লিপ্ত সেই রাজনৈতিক নেতাদের শুভ বুদ্ধির জন্য প্রার্থনা জানালেন আচার্য শ্রী অখিলেশ্বর ভরদ্বাজ

নিজস্ব প্রতিবেদন ঃ “তুমি আসক্তি শূন্য হইয়া সর্বদা কর্তব্য কর্ম সম্পাদন কর,কারন অনাসক্ত হইয়া কর্মানুষ্ঠান করিলে পুরুষ পরমপদ বা মোক্ষ প্রাপ্ত হন।” শ্রীমদ্ভাগবত গীতার কর্মযোগ অধ্যায়ের এক অংশে পরম পুরুষ শ্রীকৃষ্ণ এমন পরামর্শ বা উপদেশই দিয়েছেন তাঁর পরম শিষ্য অর্জুনকে।সোমবার শিলিগুড়ি সোমানি মিল কম্পাউন্ডের তেরাপন্থ ভবনে আয়োজিত শ্রী মদ ভাগবত গীতা জ্ঞান প্রবাহের প্রথম দিন কর্মযোগ নিয়ে আলোচনা করতে গিয়ে একথার পুনরাবৃত্তি করলেন পরম জ্ঞানী ও আধ্যাত্মিক জ্ঞানী তথা সাধক আচার্য শ্রী অখিলেশ্বর ভরদ্বাজ। ১৭ জুলাই বিকালে শুরু হওয়া এই গীতা জ্ঞান প্রবাহের অনুষ্ঠান ২৩ জুলাই পর্যন্ত চলবে। প্রতিদিন বিকেল পাঁচটা থেকে রাত আটটা পর্যন্ত আচার্য শ্রী অখিলেশ্বর ভরদ্বাজ মহাশয় গীতার বিভিন্ন দর্শন মেলে ধরবেন।তার সঙ্গে প্রশ্নোত্তর পর্বও রয়েছে। শ্রী অরবিন্দের জন্ম সার্ধশতবর্ষ উপলক্ষে শিলিগুড়ি মিলন পল্লীর ডিভাইন লাইফ ফাউন্ডেশন এই বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেছে। শ্রী অরবিন্দের দৃষ্টিতে মানব জীবন এবং গীতার যোগ, এটাই এই প্রবচনের মূল বিষয়। এদিন আচার্য শ্রী অখিলেশ্বর ভরদ্বাজ বিভিন্ন সঙ্গীতের মাধ্যমে গীতার কিছু কিছু দর্শন মেলে ধরেন। তার সঙ্গে গলা মেলান উপস্থিত শ্রোতারাও যাতে আরও সহজে হৃদয়ঙ্গম হয় গীতার বিভিন্ন তত্ব। আচার্য শ্রী অখিলেশ্বর ভরদ্বাজ বারবারই শ্রী অরবিন্দকে স্মরন করেন,তিনি তাঁর প্রবচন আলোচনায় স্বামী বিবেকানন্দকেও স্মরন করেন।তিনি তথাকথিত রাজনৈতিক নেতাদের মধ্যে শুভবুদ্ধির উদয় হোক বলে প্রার্থনা করেন যারা আজ রাশিয়া ইউক্রেনের মতো যুদ্ধে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে লিপ্ত রয়েছে। তিনি উল্লেখ করেন, কুকুর যদি মানুষকে কামড় দেয় সেটাতেও কুকুরের অপরাধ হয় না। কেননা সে পশু,সে একজন কুকুর। কিন্তু একজন মানুষ আরেকজন মানুষকে গালি-গালাজ করলেও সেটা তাঁর অপরাধ হয়। এদিন তাঁর প্রবচন শুরুর আগে ভজন সঙ্গীত পরিবেশিত হয়। শিলিগুড়ি ডিভাইন লাইফ ফাউন্ডেশনের সমস্ত শ্রীঅরবিন্দ অনুরাগী সহ অন্যরা সেখানে বেশ মন দিয়ে প্রবচন শোনার সঙ্গে সৎ সঙ্গে সামিল হন।পদ্মশ্রী করিমূল হক থেকে শুরু করে বরো চেয়ারম্যান তথা ওয়ার্ড কাউন্সিলর যতন সাহা, বিশিষ্ট অরবিন্দ অনুরাগী ও সমাজসেবী সঞ্জয় গোলেচা, মিলন পল্লী ডিভাইন লাইফ ফাউন্ডেশনের ম্যানেজিং ট্রাস্টি দিলীপ আগরওয়ালা, সম্পাদক রাজেশ কন্দোই, অনুষ্ঠানের কো-অর্ডিনেটর চন্দ্রকান্ত মোহতা,প্রজেক্ট চেয়ারম্যান ললিত কুমার গোয়েল,কো চেয়ারম্যান প্রদীপ আগরওয়ালা সহ আরও অনেকে সেখানে উপস্থিত হয়ে মন্ত্র মুগ্ধের মতো আচার্য শ্রী অখিলেশ্বর ভরদ্বাজ মহাশয়ের প্রবচন শোনেন। ডিভাইন লাইফ ফাউন্ডেশনের মহিলা শিল্পী বৃন্দও সেখানে ভজন সঙ্গীত পরিবেশন করেন। সবমিলিয়ে সেই সৎ সঙ্গের পরিবেশ অতীব সুন্দর হয়ে ওঠে। এইরকম সুন্দর পরিবেশ যতই সমাজে ছড়িয়ে পড়বে,যতই মানুষ অন্তর থেকে শ্রীমদ্ভাগবত গীতার যোগ দর্শন গ্রহণ করবেন ততই চারদিকে ইতিবাচক ভাবনার পরিবেশ আরও দৃঢ় থেকে দৃঢ়তর হবে,তৈরি হবে শান্তির এক পবিত্র পরিবেশ সর্বোপরি মানুষ এই সংসারে বারবার জন্ম মৃত্যুর দুঃখ কষ্টের চক্র থেকে মুক্তি পাবে।
বিস্তারিত জানতে নিচের লিঙ্কে ক্লিক করুন —-