
নিজস্ব প্রতিবেদন ঃ ছবির ভাষাই কথা বলে।ফটো অনেকেই তোলেন।কিন্তু এমন অনেকে আছেন যাদের তোলা ছবির ভাষা বহু অর্থ বহন করে। ফটোগ্রাফির নেশায় ডুব দিয়ে এখন অনেকেই জাতীয় আন্তজার্তিক স্তরে অনেক পুরস্কার নিয়ে আসছেন।এমনই একজন ব্যতিক্রমী ফটোগ্রাফার হলেন শিলিগুড়ি হাকিমপাড়া নিবাসী গৌতম বনিক। আজ গৌতমবাবুর বয়স ৪৬ কিংবা এরমধ্যে ৩৩ বছর ধরেই তিনি ফটোগ্রাফি করে আসছেন। ১৩ বছর বয়সে ডার্ক রুম রোল ক্যামেরায় তাঁর কাজ শুরু। এরমধ্যে একটি দুটি নয়,বহু পুরস্কার পেয়েছেন তিনি। গুজরাট ট্যুরিজম থেকে শুরু করে ইন্টারন্যাশনাল ফটো এক্সিবিশন, ইন্দো রাশিয়া কালচারাল এক্সচেঞ্জ সহ আরও বহু স্থানে গৌতমবাবুর তোলা ফটোগ্রাফির জয়জয়কার হয়েছে। পুরস্কারও এসেছে তাঁর বহু। বন ও বন্যপ্রানী, পাহাড় জঙ্গল নিয়েও ব্যতিক্রমী সব ছবি লেন্স বন্দি করেছেন এই প্রতিভাবান ফটোগ্রাফার।
