ব্যথার জ্বালায় রয়েছেন সকলে,মনের ব্যথা থেকে শরীরের ব্যথা– কি বললেন এই স্বামীজি

নিজস্ব প্রতিবেদন ঃ ব্যথার জ্বালায় আজকাল অনেকে অতিষ্ঠ। শরীরের ব্যথাতো আছেই, মনের ব্যথাও আছে। শরীরের ব্যথা নিরাময়ে আমরা চিকিৎসকের শরণাপন্ন হই।আর মনের ব্যথা নিরাময়ে আমরা ঈশ্বরের শরনাপন্ন হই।কিন্তু ঈশ্বরকে সমর্পন করে সব কাজ করলে বা মানুষের সেবা করার মাধ্যমেই ঈশ্বরের সেবা হয়। সর্বত্র ঈশ্বর অবস্থান করছেন। কাজেই চিকিৎসকরা যখন রোগীদের চিকিৎসা করবেন তখন প্রত্যেকের মধ্যে ঈশ্বর অবস্থান করছেন এই ভাব নিয়ে কাজ করলে তা হবে অতি উত্তম কাজ। এভাবেই শিলিগুড়ি সাহুডাঙি শ্রীরামকৃষ্ণ আশ্রমের স্বামী জীবনানন্দ মহারাজ রবিবার চিকিৎসা বিষয়ক এক অনুষ্ঠানে বক্তব্য রাঝলেন।আসন্ন শারদীয়া দুর্গোৎসবে তিনি সকলকে সাহুডাঙি শ্রীরামকৃষ্ণ আশ্রমে আসার জন্য আমন্ত্রণ জানান। রবিবার শিলিগুড়ি হাকিমপাড়ায় রিলিফ রিউম্যাটোলজি রিহ্যাবিলিটেশন ক্লিনিক এর নতুন চিকিৎসা কেন্দ্র শুরু হয়। হাকিমপাড়ার বলাই দাস চ্যাটার্জী রোড থেকে বিবেকানন্দ হাইস্কুলের কাছে ওই কেন্দ্র স্থানান্তরিত হয়। অনুষ্ঠানে ডাঃ পার্থপ্রতিম পান ছাড়াও আই এম এর সভাপতি তথা বিশিষ্ট নিউরোসার্জন ডাক্তার মলয় চক্রবর্তী, ই এন টি বিশেষজ্ঞ তথা আই এম এর সম্পাদক
ডাক্তার রাধেশ্যাম মাহাতো, উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালের ডিন ডাক্তার সন্দীপ সেনগুপ্ত, ডাক্তার কল্যাণ খান, পদ্মশ্রী করিমুল হক, ডাক্তার শঙ্খ সেন, মনোরোগ বিশেষজ্ঞ ডাক্তার শান্তনু দে, ডেপুটি মেয়র রঞ্জন সরকার সহ আরো অনেকে উপস্থিত ছিলেন। সেখানে অনুষ্ঠান শুরুতেই জীবন মহারাজ তার গুরুত্বপূর্ণ বক্তব্য দর্শনের ভিত্তিতে মেলে ধরেন। তিনি আধ্যাত্মিকতার প্রসঙ্গ তুলে সেবার মনোভাব নিয়ে কিছু আলোকপাত করেন। সবশেষে তিনি এই সেবার উপরেই একটি সংগীত পরিবেশন করেন
বিস্তারিত জানতে নিচের লিঙ্কে ক্লিক করুন—