ভগবানকে ধরে রেখেছিলো সন্ধিনী শক্তি,তাই মাতৃ শক্তির প্রতি শ্রদ্ধা বৃদ্ধি করা প্রয়োজন

নিজস্ব প্রতিবেদনে : ভগবানের সন্ধিনী শক্তি হলেন মাতৃ শক্তি। ভগবান শ্রী কৃষ্ণকে যাঁরা ধরে রেখেছিলেন তাঁরা হলেন মাতৃ শক্তি অর্থাৎ মা দেবকী বা যশোদা মা।আবার দেবী দুর্গা হলেন ভগবান শ্রী কৃষ্ণের বোন।কাজেই মাতৃ শক্তির অসম্ভব শক্তির কথা নতুন করে বলার নেই। সেই পুরানে দেবী দুর্গা আবির্ভূত হয়েছিলেন মহিষাসুর বধ বা অশুভ শক্তির বিনাশের জন্য। অশুভকে ধ্বংস করে শুভ শক্তির জাগরণের জন্য দেবী দুর্গা জগৎ সংসারে আসেন।তাই দেবী দুর্গার আরাধনা করার সময় আমাদের সমস্ত মায়েদের প্রতি শ্রদ্ধা নিবেদন করতে হবে।আসন্ন শারদীয়া দুর্গোৎসবের ভাবনায় এমন সব অভিমতই জানালেন শিলিগুড়ি ইসকনের সভাপতি স্বামী অখিলাত্মাপ্রিয় দাস। তিনি বলেন,শুদ্ধ ভাব বা আসুরিক প্রবৃত্তি দমন করাই হলো দেবী দুর্গা আরাধনার সার্থকতা। শাস্ত্রে বলা হয়েছে, কলি যুগের মূল মন্ত্র হলো হরি নাম।হরি নামে বিশুদ্ধতা থাকলেও যাঁরা এই হরি নাম সঙ্কীর্তন করছে তাদের অনেকের মধ্যেও আজকাল ভেজাল প্রবেশ করেছে। ভেজাল বাড়তে থাকায় অবক্ষয় বাড়ছে।এভাবে অবক্ষয় বা অসৎ কাজকর্ম যখন আরও বাড়তে থাকবে, যখন মানুষের মন আরও নিম্নগামী হবে তখন কলির শেষ পর্যায়ে ভগবান কল্কি রুপে আবারও অবতীর্ন হয়ে নতুন যুগের সূচনা করবেন বলে শিলিগুড়ি ইসকনের সভাপতি জানিয়েছেন।
বিস্তারিত জানতে নিচের লিঙ্কে ক্লিক করুন—