পর্যটকের ঢল উত্তরবঙ্গে, নতুন করে আশার সঞ্চার পর্যটন ব্যবসায়ীদের মধ্যে

নিজস্ব প্রতিবেদন ঃ যা তাঁরা ভাবেননি, তাই হয়েছে। কলকাতা ও তার পার্শ্ববর্তী এলাকা থেকে পর্যটকদের ঢেউ আছড়ে পড়েছে দার্জিলিং পাহাড় ও ডুয়ার্সে। পুজোর কদিন এবার এত পর্যটক উত্তরবঙ্গে এসেছেন যা চিন্তার বাইরে বলে উল্লেখ করেন শিলিগুড়ির ট্যুর অপারেটর বাপন মন্ডল। তিনি জানিয়েছেন, কোনও বুকিং ছাড়াই বহু পর্যটক চলে এসেছেন ফলে তাদের কেও কেও হোটেলে রুম না পেয়ে গাড়িতেই রাত কাটিয়েছেন। অনেক হোম স্টের মালিক তাদের নিজেদের থাকার ঘরও ছেড়ে দিয়েছেন পর্যটকদের জন্য। পুজো শেষ হওয়ার পর কিছু পর্যটকের ঢেউ কমলেও পুরোপুরি তা থামেনি।বহু পর্যটক কালি পুজোর ছুটি পর্ব পর্যন্ত উত্তরবঙ্গেই সময় কাটানোর জন্য মনস্থির করেছেন। করোনা শুরু হওয়ার পর থেকে বিগত প্রায় দুবছর ধরে উত্তরবঙ্গের পর্যটন শূন্যতে গিয়ে ঠেকেছিল। তাতে এই শিল্পের সঙ্গে বহু মানুষের জীবন-জীবিকা বিপন্ন হয়ে পড়ে।এবার পুজো থেকে আবার তাঁরা ঘুরে দাঁড়ানোর ভাবনা নিয়ে আশায় বুক বাঁধছেন