নার্সিং হোম থেকে আবার আশ্রম জীবনে ফিরে গেলেন শীলা বিশ্বাস,সাহায্য চাই

নিজস্ব প্রতিবেদনঃছোট্ট একটা লড়াই থেকে সেরে ওঠার পর ৯২ শতাংশ বিশেষ চাহিদাসম্পন্ন লেখিকা শীলা বিশ্বাস নার্সিং হোম থেকে বুধবার আশ্রমের জীবনে আবার ফিরে গেলেন অনেকটা সুস্থ হয়ে।

শিলিগুড়ি শিবমন্দির অঞ্চলের বেশ কয়েকজন সাহিত্য ও সংস্কৃতিপ্রেমী মানুষ এই সময় ভীষণভাবে তার পাশে দাঁড়িয়েছেন শারীরিক, মানসিক ও আর্থিক দিক থেকে। আন্তর্জাতিক বাংলা ভাষা ও সংস্কৃতি সমিতির শিলিগুড়ি শাখার কর্মকর্তা সজল কুমার গুহ বলেছেন , প্রথম পরীক্ষা,মানে পাশে দাঁড়ানোর,আমরা পাশ করে গেছি খুব ভালোভাবে না হলেও। আগামী দিনে আরো ভালো ফল মানে আরও অনেকেই যাতে এগিয়ে আসে তা আশা করছি।
শীলাদি একজন ভালো মানুষ, লেখিকা।মাটিগাড়ার শিবানন্দ আশ্রমের আবাসিক। দুটি বই তাঁর প্রকাশিত হয়েছে। শিক্ষিতাতো বটেই,এম.এ.বি.এড.।অস্ট্রে আরথারাইটিস এর রোগী গত ত্রিশ বছর ধরে।উচ্চ রক্তচাপ ও সুগার রয়েছে। একটা চোখ অকেজো,হাত দুটো প্রায় অসাড়, দাঁতগুলো মজবুত নয়। বয়সও হয়েছে ৬০ বছর। দুর্ভাগ্যজনকভাবে আজো বিপিএল কার্ড পাননি অনেক আবেদন নিবেদন করেও। এটাই বোধহয় স্বাভাবিক এযুগে।আগামী দিনে তার আরও সুচিকিৎসা দরকার। সবাই এগিয়ে এলে ভালো। প্রতিবন্ধকতা এবং অসুস্থতা উপেক্ষা করে শীলাদি এখনও লেখালেখি করেন যা বিরল।