পিছিয়ে পড়া অনগ্রসর শিশুদের মধ্যে সংস্কৃতি চর্চা বৃদ্ধির উদ্যোগ

নিজস্ব প্রতিবেদন ঃ পিছিয়ে পড়া চা বাগানের শিশুদের মধ্যে সঙ্গীত চর্চা বৃদ্ধি করবার এক ব্যতিক্রমী প্রয়াস শুরু হয়েছে। শিলিগুড়ি হাকিমপাড়ার আনন্দধারা সঙ্গীত একাডেমি এই প্রয়াস নিয়েছে।সেই একাডেমির কর্নধার সঙ্গীত শিল্পী অনিন্দিতা চ্যাটার্জী এই প্রয়াস নিয়েছেন। মূলত গতবছর থেকেই এই প্রয়াস শুরু হয়েছে। বন বস্তিতে গিয়ে আদিবাসী শিশু ও পড়ুয়াদের গানের পরীক্ষায় বসানোর ব্যবস্থা করা হচ্ছে । গতবছর ৪৮ জন পরীক্ষায় বসেছিল আর তাদের পরীক্ষার ফী দিয়েছিলো আনন্দধারা সঙ্গীত একাডেমি। গরুমারা লাটাগুড়ি রামসাই বুধুরাম এলাকার শিশুরা পিপিওয়ান পরীক্ষা দিয়েছিলো। এবছর নাগরাকাটা নন্দু মোড় চা বাগানর পাশে ঘাসমারী প্রাথমিক বিদ্যালয়ের ৫০জন স্কুল পড়ুয়া পরীক্ষায় বসবে বলে তাদের ফর্ম পূরণ করানো হলো।একই সাথে কেরণ চা বাগান থেকে পরীক্ষায় বসছে১০ জন।সবমিলিয়ে এবছর ১০০ জনেরও বেশি শিশু পড়ুয়াকে পরীক্ষাতে বসানোর সুযোগ করে দেওয়া হবে বলে ফর্ম পূরণ করানো হলো । সব খরচই শিল্পী অনিন্দিতাদেবী
নিজের উদ্যোগে করে চলেছেন। সপ্তাহে দুদিন শিলিগুড়ি থেকে গাড়িতে চেপে ১৮০ কিলোমিটার যাতায়াতের মাধ্যমে অনিন্দিতাদেবী এই কাজ করে চলেছেন ।আর তাঁর এই প্রয়াস সংস্কৃতিমনস্ক মানুষদের মধ্যে দাগ কাটছে ক্রমশ।