এটাই রাজ্যের একমাত্র ছট ঘাট যেখানে প্রতিদিন সূর্য দেবতার পুজো হয় মন্দিরে

নিজস্ব প্রতিবেদন ঃ দোরগোড়ায় ছট পুজো। দুর্গা পুজো, কালী পুজোর মতো ছট পুজোও যাতে সুষ্ঠু ভাবে সম্পন্ন হয় তারজন্য চারদিকে ব্যস্ততার শেষ নেই। শিলিগুড়িতে মহানন্দা নদী থেকে শুরু করে বিভিন্ন নদীর ঘাটে এখন ছট পুজোর ব্যাপক প্রস্তুতি শুরু হয়েছে। চলছে ছট পুজোর ঘাট তৈরির কাজ। শিলিগুড়ি চম্পাসারির সমর নগর গীতা দেবী ঘাটে রয়েছে রাজ্যের এক মাত্র সূৃর্য দেবতার মন্দির।জলকে সামনে রেখে সূর্য দেবতার আরাধনা করেন ছট ব্রতীরা।কিন্তু শিলিগুড়ি সমর নগর গীতা দেবী ছট ঘাটে প্রতিদিনই দু’বেলা সূর্য দেবতার পুজো হয়।রাজ্যের আর কোনো ছট ঘাটে এরকম সূর্য দেবতার মন্দির নেই। সেই গীতা দেবী ছট ঘাটের তরফে সমাজসেবী রমেশ শা, সুদামা মাহাতো এবং চয়ন মহন্ত বলেন, প্রকৃতপক্ষে ছট পুজো হলো পরিবেশের পুজো। সূর্য, জল এসবই আমাদের কাছে দেবতার সমান।এবং এসবই পরিবেশের গুরুত্বপূর্ণ অঙ্গ। সূর্য দেবতা এবং জল না থাকলে এই পৃথিবী ধ্বংস হয়ে যেতো।তাই এই সময় সকলকে তাঁরা পরিবেশ বিশেষ করে নদীর প্রতি শ্রদ্ধা ভক্তি বৃদ্ধি করার জন্য আবেদন জানাচ্ছেন। ছট পুজোকে সামনে রেখে তাঁরা কম্বল বিতরন থেকে শুরু করে বিভিন্ন সামাজিক কর্মসূচি গ্রহণ করছেন বলে সমরনগর গীতা দেবী ছট পুজো ঘাট কমিটির কর্মকর্তারা জানিয়েছেন।
বিস্তারিত জানতে নিচের লিঙ্কে ক্লিক করুন—