শিলিগুড়ি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ঘিরে আগে থেকেই সরগরম শহর

নিজস্ব প্রতিবেদন,১৮ নভেম্বর:আগামী ১৯ থেকে ২৩ নভেম্বর শিলিগুড়ি দীনবন্ধু মঞ্চে পর্দা উঠতে চলেছে ২২তম শিলিগুড়ি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ২০২৫-এর। উৎসব শুরুর ঠিক দু’দিন আগে সোমবার আয়োজিত হল শিলিগুড়ি সিনে সোসাইটির বিশেষ প্রেস মিট, যেখানে উৎসবের মূল পরিকল্পনা ও দিকনির্দেশ তুলে ধরেন শিলিগুড়ি পুর নিগমের মেয়র এবং চলচ্চিত্র উৎসবের প্রধান পৃষ্ঠপোষক গৌতম দেব।

দীনবন্ধু মঞ্চের হল ঘরে দুপুর ২টা ৪৫ মিনিটে শুরু হওয়া সাংবাদিক বৈঠকে মেয়র বলেন, প্রতি বছরের মতোই এ বারও আন্তর্জাতিক মানের নানা দেশ-বিদেশের অসংখ্য ছবি শহরবাসীর জন্য প্রদর্শিত হবে। তাঁর কথায়, “সিনেমা মানুষের সমাজ, সংস্কৃতি আর ভাবনার প্রতিচ্ছবি। শিলিগুড়ি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব বহু বছর ধরে উত্তরবঙ্গের সাংস্কৃতিক পরিমণ্ডলকে সমৃদ্ধ করছে। এ বার উৎসবের বিস্তৃতি আরও বাড়বে।”

উদ্বোধনী অনুষ্ঠান থাকবে ১৯ নভেম্বর সন্ধ্যা ৬টায়। উদ্বোধনী চলচ্চিত্র হিসেবে দেখানো হবে ‘AAPISH : The Office’ (বাংলা ছবি, ১০৪ মিনিট)। উৎসব চলাকালীন নেপাল, ব্রাজিল, শ্রীলঙ্কা, পর্তুগাল, মন্টিনেগ্রো, ইরান, রাশিয়া, ভিয়েতনাম সহ বহু দেশের নির্বাচিত চলচ্চিত্র প্রদর্শিত হবে প্রতিদিন ৩.৩০, ৪.৩০ ও ৭টায়।

সোসাইটির পক্ষ থেকে জানানো হয়, প্রতিদিনের এন্ট্রি পাস পাওয়া যাবে ১৯ নভেম্বর বিকেল ৫টা থেকে। প্রয়োজনে সময়সূচি বা প্রদর্শনীতে সামান্য পরিবর্তন হতে পারে বলেও পরিষ্কার করা হয়।
সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন শিলিগুড়ি সিনে সোসাইটির সম্পাদক প্রদীপ নাগ এবং চলচ্চিত্র উৎসব কমিটির অন্যান্য সদস্যরা। প্রদীপবাবু সংবাদমাধ্যমের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, “সাংবাদিক মহল আমাদের উৎসবের শক্তি। তাঁদের সহযোগিতা ছাড়া এই মহতী আয়োজন সফল করা কঠিন।”

এখন শহরের নজর একটাই—দীনবন্ধু মঞ্চ। শুরু হতে চলেছে সিনেমার বর্ণময় আন্তর্জাতিক সফর, যেখানে শিলিগুড়ি আবার সাক্ষী থাকবে বিশ্ব চলচ্চিত্রের এক অনন্য সাংস্কৃতিক মিলনমেলার।