উদ্দীপনায় পালিত কার্তিক পুজো— সোনাগাছিতে দুর্বার মহিলা সমিতির উদ্যোগে বস্ত্রবিতরণে উপস্থিত ঋতুপর্ণা

নিজস্ব প্রতিবেদন,১৮ নভেম্বর:
সোমবার রাজ্যের বিভিন্ন প্রান্তে ধর্মীয় ভক্তি ও উৎসাহের পরিবেশে পালিত হলো কার্তিক পুজো। হিন্দু সমাজে কার্তিক ঠাকুরকে সৌভাগ্য, উন্নতি, শুভশক্তি ও সুরক্ষার দেবতা হিসেবে মানা হয়। বিশ্বাস করা হয়, কার্তিকের আরাধনায় পরিবারে শান্তি স্থাপিত হয়, অসুস্থতা ও অমঙ্গল দূর হয় এবং গৃহস্থের কল্যাণ ঘটে। বিশেষ করে শিশুদের সুস্থতা, কর্মক্ষেত্রে সাফল্য এবং বাধা দূরীকরণে এই পুজোর গুরুত্ব অপরিসীম। তাই বাংলায় ঘরে ঘরে, পাড়ায় পাড়ায় দীর্ঘদিন ধরে এই পুজো উদ্দীপনার সঙ্গে পালন করা হয়ে আসছে।

কার্তিক পূজার এই শুভ উপলক্ষকে অর্থবহ করে তুলতে সোনাগাছির দুর্বার মহিলা সমিতি সোমবার আয়োজন করে বস্ত্রবিতরণ কর্মসূচি। সমাজের প্রান্তিক মানুষের পাশে দাঁড়ানোর উদ্দেশ্যে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত, পাশাপাশি আরও বহু বিশিষ্ট অতিথি।

সমিতির উদ্যোগে বিভিন্ন মানুষের হাতে নতুন বস্ত্র তুলে দেওয়া হয়। উপস্থিত সকলেই এই কার্যক্রমকে সমাজসেবামূলক এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে প্রশংসা করেন। ঋতুপর্ণার উপস্থিতিতে অনুষ্ঠানে বিশেষ মাত্রা যোগ হয়, এবং তিনি সমিতির এই উদ্যোগকে অভিনন্দন জানান।

কার্তিক পুজোর উৎসব, দানের আনন্দ এবং সমাজের অসহায় মানুষের মুখে হাসি ফোটানোর এই প্রয়াস— মিলেমিশে সোমবারের দিনটিকে আরও তাৎপর্যপূর্ণ করে তুলল।