
নিজস্ব প্রতিবেদনঃ ডুয়ার্সের নাগরাকাটা অঞ্চলের ধরনীপুর চা বাগানের পাইপ লাইনে একটি দুঃস্থ এবং অসহায় চা পরিবার এই শীতে কষ্টে আছে। শীতে কাঁপছে গোটা পরিবার। রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত এ এন এম সোনালি সামন্ত অসহায় ওই দুঃস্থ চা পরিবারের জন্য সকলের কাছে মানবিক আবেদন জানালেন শুক্রবার।

ধরনীপুর চা বাগানটি কিছু দিন আগে বন্ধ ছিলো। এখন খুলেছে। সেই চা বাগানের পাইপ লাইনেই আছে অসহায় পরিবারটি।তাঁরা যে ঘরে বসবাস করে তার তিন দিক খোলা, একদিক একটি প্লাস্টিক দিয়ে আটকানো। কিন্তু তিন দিক খোলা থাকায় হু হু করে শীতের শিরশিরে বাতাস ঘরে আসছে। আর তাতে কাঁপছে গোটা পরিবার যা অত্যন্ত অমানবিক। চোখে দেখে চুপ থাকা যায় না। সে পরিবারের শিশুরা অপুষ্টিতে ভুগছে। মাটিতে ঘুমোতে হয় তাদের। শুক্রবার বিশিষ্ট সমাজসেবী সোনালি সামন্ত ওই এলাকায় স্বাস্থ্য সংক্রান্ত কাজে গিয়ে বিষয়টি দেখতে পান। সোনালিদেবী এই শীতের মধ্যে ওই অসহায় দুঃস্থ পরিবারটিকে বাঁচানোর জন্য সকলের কাছে মানবিক আবেদন জানিয়েছেন। সোনালিদেবী বলেছেন,যদি এই পরিবারটির জন্য চৌকি এবং টিনের বেড়া দেওয়ার বন্দোবস্ত করে দিতে মানবিকগুনসম্পন্ন মানুষ এবং এনজিওর প্রতিনিধিরা এগিয়ে আসেন তবে পরিবারটি স্বস্তির নিঃশ্বাস ফেলতো আর তা একটি বড় মহৎ কাজ হোত।