
নিজস্ব প্রতিবেদনঃ ডুয়ার্সের নাগরাকাটায় রয়েছে রুগ্ন চা বাগান গ্রাস মোড়। সেই চা বাগানে মঙ্গলবার বিকালে এক সেরিব্রাল পালসি আক্রান্ত শিশুকে হুইল চেয়ার প্রদান করে মানবিক ধর্ম পালন করল মারওয়াড়ি যুবা মঞ্চের শিলিগুড়ি শাখা।

বানারহাটে বাড়ি রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত এ এন এম সোনালি সামন্তের। কিন্তু তিনি কর্মরত নাগরাকাটার গ্রাসমোড় চা বাগানের স্বাস্থ্য কেন্দ্রে। স্বাস্থ্য পরিষেবার কাজের পাশাপাশি দরিদ্র অসহায় চা শ্রমিক পরিবারগুলোর জন্য ধারাবাহিকভাবে নিরলস পরিশ্রম করে চলেছেন সোনালি। এইসব কাজের ফাঁকেই সোনালির নজরে আসে এক দরিদ্র চা শ্রমিক পরিবারের এক শিশুর প্রতি। সেই শিশু সেরিব্রাল পালসিতে আক্রান্ত। সেই পরিবারের পক্ষে হুইল চেয়ার কেনা সম্ভব ছিল না। সোনালি বিষয়টি নিয়ে নজরে আনেন শিলিগুড়ি তথা উত্তরবঙ্গের বিশিষ্ট সমাজসেবী জ্যোৎস্না আগরওয়ালার। জ্যোৎস্নাদেবী মারওয়াড়ি যুবা মঞ্চকে বিষয়টি জানান।মঙ্গলবার বিকেলে মারওয়াড়ি যুবা মঞ্চ ওই শিশুকে হুইল চেয়ার প্রদান করে গ্রাস মোড় চা বাগানে গিয়ে। মঙ্গলবার ডুয়ার্সের চা-বাগান এলাকায় পিছিয়ে পড়াদের মধ্যে আরও সামাজিক মানবিক কাজ করেন মারওয়াড়ি যুবা মঞ্চের সদস্যরা।