
নিজস্ব প্রতিবেদন ঃ ডুয়ার্সের শিবতীর্থ জয়ন্তী মহাকাল ধামে প্রতিবছর উত্তরবঙ্গের বিভিন্ন জেলা ও প্রতিবেশী অসম সহ বেশ কয়েকটি রাজ্য এবং প্রতিবেশী দেশ ভুটান থেকে লক্ষাধিক দর্শনার্থীর সমাগম হয় । প্রতিবেশী দেশ ভুটান পাহাড়ে অবস্থিত জয়ন্তী মহাকাল ধাম পৌছতে হলে প্রথমে আলিপুরদুয়ার জেলার বক্সা ব্যাঘ্র প্রকল্পের ঘন জঙ্গল পার হতে হয়।তারপর জয়ন্তী নদী পার করার পর বেশ কয়েকটি পাহাড়ি নদী ও ঝর্ণা পেরিয়ে হাটাপথে প্রায় ৩০০০ ফুটের বেশি উঁচু খাঁড়া পাহাড় হয়ে পরবর্তীতে মহাকাল ধামে পৌছেতে হয় । ভুটান পাহাড়ের সরু খাঁড়া পথ বেয়ে তবেই মহাকাল ধামে পৌছানো যাবে । বছরে অন্য সময় এই এলাকায় প্রবেশ নিষিদ্ধ থাকলেও
শিবরাত্রি উপলক্ষে দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হয় প্রবেশ পথ । শনিবার সকাল থেকে প্রচুর দর্শনার্থীদের সমাগম লক্ষ্য করা যায় মহাকাল ধামে। মন্দিরে যাওয়ার লাইনে শুক্রবার সন্ধ্যা থেকে দাড়িয়ে থাকেন কয়েকহাজার দর্শনার্থী ।
ভুটান প্রশাসন , আলিপুরদুয়ার জেলা প্রশাসন থেকে জয়ন্তী মহাকাল ধামে বেশ কিছু উদ্যোগ নেওয়া হয়েছে। পাহাড়ি খরস্রোতা নদীতে অস্থায়ী বাঁশের সেতু এবং অস্থায়ী সড়ক তৈরি করা হয়েছে। বেশ কিছু সংগঠনের থেকে মহাকাল ধামের যাওয়ার রাস্তায় ভাণ্ডারাও খোলা হয়েছে।
