
নিজস্ব প্রতিবেদনঃ আবহাওয়ার পরিবর্তনের জেরে ত্বকের কি কি সমস্যা হচ্ছে, করোনা পরবর্তী পরিস্থিতিতেইবা কিভাবে ত্বকের বিভিন্ন রোগ দেখা দিচ্ছে তা নিয়ে শুক্রবার থেকে শিলিগুড়িতে শুরু হল ত্বক বিশেষজ্ঞদের এক সম্মেলন। দেশের বিভিন্ন প্রান্ত থেকে দেড়শজন ত্বকের চিকিৎসক ওই সম্মেলনে যোগ দিয়েছেন। ত্বকের বিভিন্ন রোগ নিয়ে সেখানে যেমন আলোচনা শুরু হয়েছে তেমনই কীভাবে ত্বকের রোগ নিয়ে মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি করা যায় তা নিয়েও শুরু হয়েছে আলোচনা। ২১ মার্চ পর্যন্ত এই সম্মেলন চলবে।এসোসিয়েশন অফ ক্লিনিক্যাল ডার্মোটলজিস্টস অফ ইন্ডিয়ার আয়োজনে এই সম্মেলনের নাম দেওয়া হয়েছে ক্লিনিকন।শুক্রবার শিলিগুড়ি মেঘদূত সিনেমা হল লাগোয়া স্কীন সিটিতে এ-উপলক্ষ্যে আয়োজিত এক সাংবাদিক বৈঠকে সংগঠনের কর্মকর্তা অমরকান্তি ঝা, ডাঃ পি কে রায় এবং ডাক্তার প্রবীন ভোপালকা বক্তব্য রাখেন। এদিন কর্মকর্তারা জানান, তাদের সংস্থার সদস্য রয়েছেন সারা ভারতে ৫০০ জন। ত্বকের রোগ নিয়ে সচেতনতার পাশাপাশি তাঁরা সরকারেরও সহায়তা চান। সস্তায় যাতে রোগীরা চিকিৎসার জন্য ওষুধ পায় সেকথাও তাঁরা বলছেন।
