করোনা পরিস্থিতি নিয়ে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে জরুরি বৈঠক

নিজস্ব প্রতিবেদন ঃ উত্তরবঙ্গ সবচেয়ে ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে রয়েছে, আটটি জেলার মধ্যে দার্জিলিং ও মালদায় করোনা আক্রান্তের সংখ্যা বেশি বলে জানিয়েছেন ওএসডি করোনা ডাঃসুশান্ত রায়।উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে করোনা মোকাবিলার পরিকাঠামো নিয়ে সোমবার এক জরুরি পর্যায়ের বৈঠকের পর তিনি জানান যে উত্তরবঙ্গ মেডিকেল কলেজে বেডের সংখ্যা বৃদ্ধি করা হয়েছে তবে ডাক্তার নার্স সহ নানান কাজের লোকসংখ্যা কম রয়েছে। স্বাস্থ্য দফতর থেকে অনুমোদন এলেই কাজ শুরু হয়ে যাবে।তিনি বলেন, মার্চ মাস থেকে কোভিড আক্রান্ত রোগীর সংখ্যা শূন্যতে গিয়ে দাড়িয়েছিল।কিন্তুু নির্বাচনের দিন ঘোষনা হওয়ার পর তারা আশঙ্কা করে ছিলেন যে সংখ্যাটা বাড়বে কিন্তুু যেভাবে আক্রান্তের সংখ্যা বাড়ছে তাতে চিন্তার কারন হয়ে দাড়িয়েছে।রাজনৈতিক দলগুলিকে জনসভা করার সময় মাস্ক ব্যাবহার করার জন্য নেতৃত্বকে সচেতন করতে বলা হয়েছিল তার ফল কি হয়েছে তা সবাই দেখেছে।এখনও মানুষ সচেতন হলে রোগের বিরুদ্ধে লড়াই করা যাবে।তিনি স্পষ্ট ভাবে জানান যে কোন রোগী যদি স্বাস্থ্য কর্মীদের সাথে দুর্ব্যবহার করে তবে তাকে ভর্তি নেওয়া হবে না।বিভিন্ন কারনে ইতিমধ্যে স্বাস্থ্যকর্মীদের সংখ্যা কমে গিয়েছে বলে তিনি জানান।