
নিজস্ব প্রতিবেদন ঃ শিলিগুড়ি সারদাপল্লীতে শ্রী শ্রী ইচ্ছাময়ী কালিবাড়ির পুনঃনির্মিত মন্দিরের শুভ উদ্বোধন হল ১৯ এপ্রিল সোমবার। এ-উপলক্ষ্যে সোমবার সেখানে বিভিন্ন অনুষ্ঠান হয়। এদিন সকালে প্রদীপ প্রজ্জ্বলন করে মন্দির উদ্বোধন করেন বেলুড় মঠ রামকৃষ্ণ মঠ ও মিশনের স্বামী বিশ্বনাথানন্দ মহারাজ। অনুষ্ঠানে স্বামী জীবনানন্দ মহারাজও উপস্থিত ছিলেন। মন্দির উদ্বোধন উপলক্ষে মঙ্গলবার সকালে শান্তি যজ্ঞ, চণ্ডীপাঠ, মায়ের বিশেষ পুজো এবং প্রসাদ বিতরনের আয়োজন করা হয়েছে। বুধবার সন্ধ্যায় শ্যামা সঙ্গীত এবং বাউল গানের আয়োজন করা হয়েছে।
