রেলের ক্রসিংয়ে দুর্ঘটনার আশঙ্কা

নিজস্ব প্রতিবেদন ঃ শিলিগুড়ি শহর সংলগ্ন শিবমন্দিরস্থিত সাইনাথ রোডে রেলের ক্রসিং এর অবস্থা এতোই বেহাল যে যে কোনো দিন দুর্ঘটনা ঘটতে পারে। বিশেষ করে দুচাকার বাইক স্কুটি চালকদের গাড়ি দুর্ঘটনার আশঙ্কা প্রবল। দুই পাশে অনেক লোকের বসবাস।ফলে পায়ে হেটে চলাচল করা মানুষের সংখ্যা অনেক।অপরদিকে শিবমন্দির বাজার সংলগ্ন রেল গেটের অবস্থাও ভালো নয়। বিষয়টি রেল কর্তৃপক্ষের নজরে আনা হয়েছিল শিবমন্দিরস্থিত শিলিগুড়ি সচেতন নাগরিক সংস্থার তরফে। শিবমন্দিরবাজারস্থিত রেল গেট দিয়ে বড় বড় গাড়ির চলাচল বন্ধ করতে অনুরোধ করা হয়েছিল, পরিবর্তে সাইনাথ রোড এর রেল গেটের গুরুত্ব বাড়াতে বলা হয়েছিল কিন্তু কোনো কাজ হয়নি।