
নিজস্ব প্রতিবেদন ঃ অসম জুড়ে এখন শুরু হয়েছে রঙ্গোলি বিহু।এবারে অসমের বিহু উৎসব আরও অন্যমাত্রায় পৌছেছে। কারন অতি সম্প্রতি গুয়াহাটির এক স্টেডিয়ামে অসমের প্রচুর নৃত্য শিল্পী একসঙ্গে বিহু নৃত্যে অংশ নেন। তিন হাজার ঢাকিও তাতে অংশ নেয়। একদিকে গোটা স্টেডিয়াম জুড়ে শিল্পীদের বিহু নৃত্য অপরদিকে এক সঙ্গে তিন হাজার ঢাকির ঢাক বাজানো, দুটোই গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে নাম তুলে নিয়েছে। অনুষ্ঠানে লন্ডন থেকে গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডের প্রতিনিধিরা যেমন উপস্থিত হয়েছিলেন তেমনই উপস্থিত ছিলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, অসমের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্বশর্মা প্রমুখ। এর জেরে রঙ্গোলি বিহুর উৎসব এবার বাড়ি বাড়িতে অন্য মাত্রায় পৌঁছেছে। অসম থেকে গুড্ডু বোরা এভাবেই তিনি তাঁর বিহু নৃত্যের কিছু ভিডিও করে পাঠিয়েছেন। শিলিগুড়িতে শ্বশুর বাড়ি গুড্ডুদেবীর,বাপের বাড়ি অসমে।বিহু নৃত্যকে গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে স্থান করানোর জন্য যেসব শিল্পী অসমের গুয়াহাটি স্টেডিয়ামে উপস্থিত হয়েছিলেন তারমধ্যে গুড্ডুদেবীও উপস্থিত ছিলেন বলে তিনি জানিয়েছেন। অসম থেকে এ বিষয়ে তাঁর বক্তব্যও ভিডিও করে পাঠিয়েছেন গুড্ডুদেবী।

বিস্তারিত দেখুন নিচের ভিডিওতে —