
নিজস্ব প্রতিবেদন ঃ অনেক অসহায় বয়স্ক মানুষ রয়েছেন যাদের দুবেলা অন্ন সংগ্রহ করাও কঠিন কাজ।তাই এইসব অসহায় বৃদ্ধ বৃদ্ধাদের পাশে দাঁড়ানোর জন্য ধারাবাহিক কর্মসূচি গ্রহণ করেছে শিলিগুড়ি এন্ড স্মাইল পরিবার।শিলিগুড়ি এন্ড স্মাইল সোস্যাল ওয়েলফেয়ার সোসাইটির কর্মকর্তা তথা সমাজসেবী নবকুমার বসাক জানিয়েছেন,
বৃদ্ধ ও বৃদ্ধাদের কেউ অসুস্থ , তাই সকলের সাহায্য নিয়ে চেষ্টা করা হচ্ছে এই সব পরিবারের হাতে তুলে দিতে । অসহায় মানুষের মুখে হাসি ফোটানোর জন্য শিলিগুড়ি দেশবন্ধু পাড়া নিবাসী সুকু শিকদার প্রতিমাসে এক বস্তা চাল তুলে দিচ্ছেন এন্ড স্মাইল পরিবারের হাতে। অন্য যে কেও চাইলে অসহায় মানুষের পাশে দাঁড়াতে পারেন এই নম্বরে যোগাযোগ করে 079088 46581

বিস্তারিত জানতে নিচের লিঙ্কে ক্লিক করুন