স্বাস্থ্য বিষয়ক প্রশিক্ষণ শিবির বাগডোগরাতে

নিজস্ব প্রতিবেদন ঃ স্বাস্থ্যই যে আসল সম্পদ এবং আমজনতার যে স্বাস্থ্যের প্রতি যত্ন নেওয়া উচিত সেটা সকলকে বোঝানোর জন্যই শনিবার শিলিগুড়ি মহকুমার বাগডোগরা সেবায়ন প্রশিক্ষণ কেন্দ্রে ওয়েস্টবেঙ্গল ভলান্টারী হেলথ অ্যাসোসিয়েশন-এর উদ্যোগে এবং মেনোনাইট সেন্ট্রাল কমিটির সহায়তায় মা এবং কিশোরীদের নিয়ে প্রাথমিক স্বাস্থ্য ও পরিচ্ছন্নতা এবং খাদ্য ও পুষ্টি বিষয়ে একটি প্রশিক্ষণের আয়োজন করা হয়।ওই প্রশিক্ষণে শিলিগুড়ি মহকুমার মোট ২১ জন অংশগ্রহণ করেন।
এই প্রশিক্ষণে মূল বক্তব্য রাখেন প্রকল্প অধিকর্তা তরুণ কুমার মাইতি। তিনি স্লাইড শো এর মাধ্যমে মানুষ কিভাবে সুস্বাস্থ্যের অধিকারী হতে পারে সে সম্পর্কে বিভিন্ন বিষয় আলোচনা করেন।এছাড়াও পারস্পরিক আলোচনার মাধ্যমে শিবিরটি পরিচালনা করেন সংস্থার কর্মীবৃন্দ মহম্মদ গোমিরুদ্দিন, পূজা রক্ষিত এবং পাপিয়া মন্ডল।