শিলিগুড়ি টেবিল টেনিস একাডেমিতে প্রতিযোগিতা

নিজস্ব প্রতিবেদন ঃ শিলিগুড়ি টেবিল টেনিসএকাডেমির পক্ষ থেকে খেলোয়াড়দের বর্তমান অবস্থান জানতে বার্ষিক আন্তঃ টেবিল টেনিস প্রতিযোগিতার আয়োজন করা হয়। সেখানে সফল খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। বছরের সেরা খেলোয়াড় হয়েছে রিপর্না সাহা।
ওই টেবিল টেনিস প্রতিযোগিতা এবং সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রামকৃষ্ণ বেদান্ত আশ্রম থেকে স্বামী রাঘবানন্দ মহারাজ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজসেবী অলোক চক্রবর্তী, এছাড়াও সম্মানীয় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এলাকার কাউন্সিলর কুন্তল রায়।
সেই অনুষ্ঠানে সফল খেলোয়াড়দের হাতে বিশেষ অতিথিরা ছাড়াও পুরস্কার তুলে দেন ক্রীড়াগুরু অমিত দাম, বিক্রান্ত প্রসাদ, একাডেমির সচিব শিবনাথ গাঙ্গুলী, সভাপতি স্বপন কুমার কর প্রমুখ।
বর্ষিয়ান টেবিল টেনিস প্রশিক্ষক অমিত দাম বলেন, “বিগত সময় থেকে শুরু করে এখনো পর্যন্ত আমরা এটা প্রমাণ করতে মরিয়া যে শিলিগুড়ি শহর সত্যিকারের টেবিল টেনিস নগরী।” তিনি আরও জানান সম্প্রতি তার একাডেমি থেকে জয়ব্রত ভট্টাচার্য, সৌম্যদীপ সরকার, প্রতীতি পাল ও বিবেশনা সাহা আন্তর্জাতিক স্তরে খেলার জন্য ডাক পেয়েছেন।