অতিরিক্ত টোটোর জেরে বিশৃঙ্খল শিলিগুড়ি, কড়া মনোভাব পুরসভার

নিজস্ব প্রতিবেদন ঃ যেখানে সেখানে দাড়িয়ে পড়ছে টোটো। কোনো শৃঙ্খলা নেই। যে যার খুশি মতো টোটো কিনে রাস্তায় নামিয়ে দিচ্ছে। ফলে টোটোর দাপটে দমবন্ধ অবস্থা শিলিগুড়ি শহরের। কোথাও টোটো উল্টে যাচ্ছে, কোথাও টোটো চলছে অতিরিক্ত যাত্রী নিয়ে। কেও কিছু বললে টোটোওয়ালার বিরুদ্ধে দাদাগিরি করার অভিযোগও উঠছে।সবচেয়ে বড় কথা যানজটে অস্থির শিলিগুড়ি শহর। তাই পুরসভা এবার টোটো নিয়ন্ত্রণে কড়া মনোভাব গ্রহণ করতে চলেছে। শহরের টোটো নিয়ন্ত্রণে আনতে শুক্রবার পুরসভায় অনুষ্ঠিত হল বৈঠক।
টোটো চলাচলে নিয়ন্ত্রণ আনতে পুলিশ ও প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে বৈঠক সারলেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব। শুক্রবার শিলিগুড়ি পুরসভার প্রধান কার্যালয়ে বৈঠকটি অনুষ্ঠিত হয়। দার্জিলিং জেলার জেলাশাসক এস পন্নমবালম, শিলিগুড়ির পুলিশ কমিশনার অখিলেশ কুমার চতুর্বেদী সহ অন্যান্যরা বৈঠকে উপস্থিত ছিলেন । এবার শহরে বৈধ ও অবৈধ টোটোর তালিকা তৈরি করছে পুরসভা । কোন রুট দিয়ে কোন টোটো যাতায়াত করতে পারবে তার একটি রূপরেখা তৈরি করা হবে।মেয়র গৌতম দেব জানিয়েছেন, অত্যাধিক টোটোর ফলে যানজটের সমস্যা হচ্ছে। সেই যানজট সমস্যা মোকাবেলার জন্যই টোটোর উপর নিয়ন্ত্রণ আনার সিদ্ধান্ত নিয়েছে শিলিগুড়ি পুরসভা। এদিন এই বিষয়ে আলোচনা হয়। আগামী ২১ তারিখ পরবর্তী বৈঠক এনিয়ে অনুষ্ঠিত হবে পি ডব্লু ডি বাংলোতে।সেখানে এসব নিয়ে বিস্তারিত আলোচনা হবে বলে জানান মেয়র।
বিস্তারিত জানতে নিচের লিঙ্কে ক্লিক করুন—