কম ওজনের শিশু নয়,শিলিগুড়িতে শাশুড়িদের নিয়ে সচেতনতা

নিজস্ব প্রতিবেদন, শিলিগুড়িঃ অপুষ্টিতে আক্রান্ত কম ওজনের শিশু নয়। কম ওজনের শিশুর জন্ম ঠেকাতে মায়েদের যেমন ভূমিকা আছে তেমনই ভূমিকা আছে শাশুড়িদের। তার বাইরে সরকারি আই সি ডি এস কেন্দ্রগুলোর ভূমিকা কম নয়। তাই শিলিগুড়িতে কম ওজনের শিশুর জন্মগ্রহণ কমাতে শাশুড়িদের নিয়েও এবার টিম গঠন করা হল। স্বেচ্ছাসেবী সংস্থা সিনির উদ্যোগে বুধবার থেকে শিলিগুড়ির চার ও আঠাশ নম্বর ওয়ার্ডে শিবির শুরু হল।সারাদিন ধরে চললো সচেতনতার আলোচনা।তৈরি করে দেওয়া হল ছজন করে গ্রুপ।তাতে শাশুড়ি থেকে শুরু করে আই সি ডি এস কর্মীরাও আছেন। সিনির কোঅর্ডিনেটর শেখর সাহা জানালেন, ধারাবাহিকভাবে তাদের এই সচেতনতার সভাগুলো হবে। নতুন যে শিশু পৃথিবীতে ভূমিষ্ঠ হবে সেও সুস্থ সবল অবস্থায় জন্মাতে চায়।আর সে যাতে অন্তত আড়াই কেজি ওজন নিয়ে জন্মাতে পারে তার জন্য দায়িত্ব গ্রহন করতে হবে মা,শাশুড়ি,আই সি ডি এস কর্মী সর্বোপরি সমাজকে।সেইজন্য গর্ভ অবস্থা থেকে মায়ের যত্ন নেওয়া জরুরি।মা-কে নিয়মিত আয়রন ট্যাবলেট খেতে হবে।মা ঠিকমতো খাচ্ছে কিনা তার প্রতি নজর রাখতে হবে শাশুড়িদের।গর্ভাবস্থায় শারীরিকতো বটেই কোনওরকম মানসিক নির্যাতন করা চলবে না মাএর প্রতি। গর্ভাবস্থায় মা নিয়মিত স্বাস্থ্য কেন্দ্র বা চিকিৎসকের কাছে গিয়ে শারীরিক স্বাস্থ্য পরীক্ষা করাচ্ছেন কিনা সেদিকে খেয়াল রাখতে হবে। সুস্থ এবং স্বাভাবিক ওজনের শিশু জন্মের জন্য সুস্থ গর্ভবতী মা প্রয়োজন। এদিন একটি নকল পুতুলকে প্রতীক করে ওই দুই ওয়ার্ডেে বোঝানো হয়,সুস্থ স্বাভাবিক শিশু জন্মের জন্য মা,শাশু, আইসিডিএস কর্মী,স্বাস্থ্য বিভাগ সকলের দায়িত্ব। সবাইকে এজন্য সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে।আর অপুষ্টি আক্রান্ত কম ওজনের শিশুর জন্ম যত কমবে ততই দেশের মঙ্গল হবে।