আনন্দময়ী কালিবাড়িতে স্বাস্থ্য পরীক্ষা শিবির

নিজস্ব প্রতিবেদন ঃ রবিবার শিলিগুড়ির ঐতিহ্যমন্ডিত আনন্দময়ী কালিবাড়ি চত্বরে বিনামূল্যে চিকিৎসা শিবির অনুষ্ঠিত হয়। মোট ১২ জন বিশেষজ্ঞ চিকিৎসক সেখানে স্বাস্থ্য পরীক্ষা করেন।আনন্দময়ী কালিবাড়ির সাধারণ সম্পাদক ভাস্কর বিশ্বাস জানিয়েছেন, এদিন তাঁরা বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা করবার পাশাপাশি বিনামূল্যে ই সি জি এবং সুগার পরীক্ষার ব্যবস্থাও করেন।মানুষের সেবাই হলো ঈশ্বর সেবা, এই ভাবনা থেকেই তাদের এই আয়োজন। আনন্দময়ী কালিবাড়িতে সামাজিক সেবামূলক কাজ করার জন্য একটি কমিটি রয়েছে। সেই কমিটি প্রতি মাসেই কিছু না কিছু সামাজিক কর্মসূচি গ্রহণ করে। তারই অঙ্গ হিসাবে এদিনের এই স্বাস্থ্য পরীক্ষা শিবির।