
নিজস্ব প্রতিবেদন ঃ ক্যালেনডার অনুযায়ী বুধবার লক্ষ্মী পুজো। করোনা আবহে বহু গৃহস্থের ঘরে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে লক্ষ্মীর ভান্ডার। তাই করোনা আবহ কাটিয়ে ঘরের লক্ষ্মীর ভান্ডার শক্তপোক্ত করতে বহু গৃহস্থ লক্ষ্মীর সাধনায় এবার খামতি রাখতে চান না। কিন্তু করোনার মতোই এবার লক্ষ্মী পুজোর সাধনায় বাধ সেধেছে বৃষ্টিরুপী ভিলেন। সোমবার রাত থেকে তুমুল বৃষ্টি শুরু হয়েছে। ফলে পুজো প্রস্তুতির কেনাকাটা ব্যাহত হয় শিলিগুড়ি বিধান রোড, মহাবীরস্থান এলাকায়। আর এতে মাথায় হাত পড়েছে ছোট ছোট ব্যবসায়ীদের মনে। করোনার জেরে ছোট ছোট ব্যবসায়ীরা বিগত দু’বছর ধরে ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়েছেন। এখন সেই ক্ষতি সামলে তারা ঘুরে দাঁড়ানোর ভাবনায় রয়েছেন। কিন্তু বৃষ্টি দুর্যোগ তাদের আশায় জল ঢেলে চলেছে তবুও গৃহস্থ লক্ষ্মীর আরাধনায় কোনও খামতি রাখতে চায় না।
