টানা বর্ষনের জেরে বিপর্যস্ত পাহাড় সমতল, বহু স্থানে ধস, সিকিমে তুষারপাত

নিজস্ব প্রতিবেদন ঃ সোমবার রাত থেকে ভারী বর্ষন শুরু হয়েছে উত্তরবঙ্গের পাহাড় ও সমতলে। টানা বর্ষনের জেরে মঙ্গলবার সর্বত্র জনজীবন বিপর্যস্ত হয়। দার্জিলিং পাহাড়ের বিভিন্ন স্থানে নেমেছে ধস।অনেক এলাকাতে ধসে আটকে পড়েছেন পর্যটকরা। আবার সিকিমের উত্তর অংশে তুষার পাত হয়েছে মঙ্গলবার। লাচেন, গুরুডোংমার ও তার আশপাশে তুষারপাতের জেরে জাঁকিয়ে শীত পড়েছে।
দার্জিলিংয়ের জেলা শাসক মঙ্গলবার জানিয়েছেন, ধসের জেরে দার্জিলিং পাহাড় এলাকায় কিছু বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। তাদেরকে প্রশাসন থেকে ত্রান সামগ্রী পৌঁছে দেওয়া হচ্ছে। ধসে ক্ষতিগ্রস্ত হয়েছে সুখিয়া মানেভঞ্জন রোড,রিম্বিক পালমাজুয়া, গোক সিঙ্গেল বাজার রোড অঞ্চলে।ধোতরে থেকে রিম্বিকে বিজনবাড়ি যাওয়ার রাস্তাও ক্ষতিগ্রস্ত।২৯ মাইলের কাছে কালিঝোরা রংপোতে যানবাহন বন্ধ হয়ে যায় মঙ্গলবার। রাস্তায় দাঁড়িয়ে থাকে বহু গাড়ি। বৃষ্টি কমলেই ধস সরানোর কাজ পুরোদমে শুরু হবে বলে জেলা শাসক জানিয়েছেন। দার্জিলিং পাহাড় ছাড়াও সিকিমের অনেক স্থানেই এখন আটকে রয়েছেন পর্যটকরা। কিছু কিছু এলাকায় রাস্তা বন্ধ থাকায় আটকে পড়েছেন পর্যটকরাও। এবার পুজোর ছুটিতে কলকাতা ও তার আশপাশ থেকে বহু পর্যটক এসেছেন দার্জিলিং পাহাড় ও সিকিমে।