
নিজস্ব প্রতিবেদন ঃদীপাবলির আগেই অন্ধকার নেমে এলে চা বাগানের শ্রমিক পরিবারগুলোর মধ্যে। সরকার ঘোষিত বকেয়া ন্যুনতম মজুরি না দিয়েই রাতের অন্ধকারে চা বাগান ছেড়ে পালালো মালিকপক্ষ। জলপাইগুড়ি জেলার কোতোয়ালি থানার বেরুবাড়ি এলাকার অমরপুর চা বাগান বন্ধ হলো।প্রায় চারশো শ্রমিক মঙ্গলবার সকাল হতেই অন্ধকারে ডুবে গেলেন। বাগান কর্তৃপক্ষ কাজ বন্ধের বিজ্ঞপ্তি দিয়ে চলে গিয়েছে।অভিযোগ,
রাজ্য সরকার ঘোষিত নিম্নতম মজুরি শ্রমিকদের প্রদান করতে গড়িমসি করে আসছিলো ওই বাগান কর্তৃপক্ষ। আন্দোলনও শুরু করে শ্রমিকেরা।শ্রমিকরা সব মহলকে বিষয়টি জানানোর পরেও মালিক পক্ষ কোনো ব্যবস্থা নেয় নি, এমনটাই অভিযোগ অমর পুর চা বাগানের শ্রমিকদের।
এর জেরে আসন্ন দীপাবলীর আগেই গভীর অন্ধকার নেমে এসেছে বাগানের চারশো শ্রমিক পরিবারে।এই প্রসঙ্গে সিটুর শ্রমিক নেতা পীযুষ মিশ্র জানান, দীর্ঘদিন থেকে মালিকপক্ষ নিম্নতম মজুরি দিচ্ছিলো না, এদিন কাজ বন্ধের নোটিস টাঙিয়ে চলে গিয়েছে, তবে শ্রমিক রাও জানে নিজেদের অধিকার কিভাবে ছিনিয়ে আনতে হয়।এদিকে মুখ্যমন্ত্রী এইসময় জলপাইগুড়ি জেলায় রয়েছেন।মঙ্গলবার তিনি প্রশাসনিক বৈঠকও করেন।এরমধ্যেই ওই চা বাগান মালিক পক্ষের এভাবে বাগান ছেড়ে চলে যাওয়া বিভিন্ন মহলো আলোচ্য বিষয় হয়ে উঠেছে।
