
নিজস্ব প্রতিবেদনঃ দুর্গা পুজো,কালী পুজোর মতো এবছর করোনা আবহে ছট পুজোও অনুষ্ঠিত হতে চলেছে। শুক্রবার রাতে শনিবার ভোরে ছট পুজো। পুজোকে কেন্দ্র করে শিলিগুড়ি মহানন্দা নদীর ঘাট থেকে শুরু করে অন্য নদীর ঘাটগুলো সেজে উঠেছে। যদিও পুজোর আয়োজকরা সকলেই পরিবেশ রক্ষার আবেদন সহ করোনা সচেতনতার প্রচার করছেন।

শিলিগুড়ি চম্পসারি সমর নগরে রয়েছে গীতা দেবী ঘাট। রাজ্য সরকার বহু দিন আগে এই ঘাটের সৌন্দর্যায়ন করেছে। এই ঘাটে রয়েছে সূর্য দেবের মন্দিরও। সেই ঘাট কমিটির সভাপতি ডঃ রমেশ শা বলেছেন, এবার সবাই ঘাটে প্রবেশ করতে পারবেন না। করোনার জন্য ভিড় করতে দেওয়া হবে না। সকলকে মুখে মাস্ক বেঁধে রাখতে হবে। তার সঙ্গে শারীরিক দূরত্ব বজায় রাখতে হবে। নদী যাতে দূষিত না হয় সেজন্যও তাঁরা আবেদন করছেন। করোনা যাতে বিদায় নেয় সেজন্য তাঁরা প্রার্থনা করবেন ছট মায়ের কাছে।
এদিকে বিশিষ্ট সমাজসেবী ও পরিবেশবিদ জ্যোৎস্না আগরওয়ালা বলেছেন, ছট পুজো এখন সার্বজনীন। সবাই এই পুজোয় সামিল হয়। বাজিপটকা যাতে না ফাটে সেজন্য তাঁরা সকলের কাছে আবেদন জানাচ্ছেন। তাছাড়া নদী যাতে দূষিত না হয় সেদিকেও সকলের দৃষ্টি আকর্ষণ করছেন তাঁরা।জ্যোৎস্নাদেবী সকলকে ছট পুজোর শুভেচ্ছা জানিয়েছেন। যদিও করোনা পরিস্থিতিতে এবার অনেকেই নদীর ঘাটে না গিয়ে বাড়িতে বসেই নিয়ম নিষ্ঠার সঙ্গে ছট আরাধনায় ব্রতী হয়েছেন।