আর্থিক দিক থেকে অনগ্রসর ক্যান্সার আক্রান্তদের জন্য চুল প্রতিস্থাপন

নিজস্ব প্রতিবেদন ঃ ক্যান্সার একটি দুরারোগ্য ব্যাধি, যদিও বর্তমানে উন্নত চিকিৎসার মাধ্যমে মানুষ ক্যান্সারকে অনেকটাই জয় করতে পেরেছে। তবুও এই চিকিৎসা পদ্ধতি মানবশরীরে অনেক পার্শ্বপ্রতিক্রিয়া সৃষ্টি করে। তার মধ্যে অন্যতম হলো মাথার চুল উঠে যাওয়া আর সেটি যদি মেয়েদের জন্য হয় তাহলে তা সত্যিই বেদনাদায়ক। তাই শিলিগুড়ি ইউনিক ফাউন্ডেশন টিম সংগঠন থেকে আর্থিক দিক থেকে দুর্বল মহিলা যারা ক্যান্সারে আক্রান্ত তাদের বিনামূল্যে চুল প্রতিস্থাপন করে দেওয়ার প্রয়াস নেওয়া হল।শুক্রবার ইউনিক ফাউন্ডেশন টিমের উদ্যোগে ২০ জন মানুষ চুল কেটে ক্যান্সারে আক্রান্তদের জন্য দান করে মহৎ মানবিকতার পরিচয় দিলেন।ইউনিক ফাউন্ডেশন টিমের কর্মকর্তা শক্তি পাল বলেন,”এদিনের কর্মসূচিতে সহযোদ্ধারা হলেন শিলিগুড়ি বাগরাকোটের বাসিন্দা বরদাকান্ত বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাএ মানিক রায় ও শিলিগুড়ি কলেজের ছাত্রী তানিয়া মুখার্জি, মুনমুন সিংহ রায়, রুম্পা রায়, মিরা নাথ, পায়েল গুহ, প্রতিমা রায়, চম্পা ঘোষ, সায়নি রায় চৌধুরী, জয়শ্রী চক্রবর্তী। আমরা ইউনিক ফাউন্ডেশনের পক্ষ থেকে তাদের এই মানবিকতার জন্য ধন্যবাদ জানাই আর প্রার্থনা করি তার জীবন হয়ে উঠুক আরও সুন্দর। আর এই পুরো কাজে যারা আমাদের সহযোগিতা করেছেন তারা হলেন শিলিগুড়ির মধুরিমা বিউটি পর্লারের দিদিরা। তাদেরকেও আমরা ধন্যবাদ জানায়।”