
নিজস্ব প্রতিবেদনঃউত্তরাখন্ডের রুদ্রপুরে অনুষ্ঠেয় হিরো আই লিগ ফুটবল কাপের ট্রায়ালে অংশ নেওয়ার ছাড়পত্র পেল শিলিগুড়ি মহকুমার খড়িবাড়ি থানার বুড়াগঞ্জ সুবলভিটা গ্রামের দুই ক্ষুদে শিশু। এরা হলো অভয় মুন্ডা এবং অংশু রাই।দুজনেই আর্থিকভাবে অনগ্রসর। দুজনেই পড়ে চতুর্থ শ্রেনীতে।অভয়ের বাবা মা চা শ্রমিক আর অংশুর বাবার ছোট্ট একটি দোকান রয়েছে গ্রামের মধ্যে। আর্থিক অনগ্রসরতা উপেক্ষা করে পড়াশোনার পাশাপাশি তারা ফুটবলকে ধরে এগিয়ে যেতে চায়। আর তাদের প্রতিভা আবিস্কার করে তাদের নিয়মিত প্রশিক্ষন দিয়ে চলেছে তরাই স্পোর্টস একাডেমি। একাডেমির প্রশিক্ষক লোকনাথ বিশ্বাস ওই দুজনতো বটেই গ্রামের অন্য শিশুদের ক্রীড়া প্রতিভাকে উস্কে দেওয়ার জন্য দিনরাত পরিশ্রম করে চলেছেন।
যাদের বয়স ১৩, ১৫ এবং ১৮ বছরের নীচে তাদের নিয়ে গত ১৭ ও ১৮ নভেম্বর শিলিগুড়ি কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে নাদং ভুটিয়া কোচিং ক্যাম্পের উদ্যোগে হিরো আই লিগের ট্রায়ালে পাঠানোর জন্য এক ফুটবল শিবির বসে।সেই শিবিরে তরাই স্পোর্টস একাডেমি থেকে ১৩ বছরের নীচে সাতজনকে পাঠানো হয়। এরমধ্যে অভয় মুন্ডা এবং অংশু রাই উত্তরাখন্ডের জন্য ছাড়পত্র পেয়েছে। উত্তরাখন্ডের রুদ্রপুরে অনুষ্ঠেয়২০২২ সালের হিরো আই লিগের চূড়ান্ত টিম গঠনের জন্য ট্রায়াল শুরু হবে। সেই ট্রায়ালে নির্বাচিত হলে সেই সব খেলোয়াড়দের জন্য দশ বছরের চুক্তি হবে। চুক্তি অনুযায়ী খেলোয়াড়রা পড়াশোনা খেলাধূলার জন্য বৃত্তি সহ অন্যান্য সুযোগ সুবিধা পাবে।
