
নিজস্ব প্রতিবেদন ঃজন্মদিন পালন বনবস্তির শিশুদের সঙ্গে। উদ্যোগ নিলো শিলিগুড়ি এন্ড স্মাইল সোশাল ওয়েলফেয়ার সোসাইটি। বৃহস্পতিবার শিলিগুড়ি কলেজপাড়া নিবাসী সুরজিৎ কুন্ডুর পুত্র ঋষিরাজ কুণ্ডুর ১৩ তম জন্মদিন ছিলো। আর সেই জন্মদিন বনবস্তির ছোট্ট শিশুদের সঙ্গে কেক কেটে পালন করা হয়। ছোট শিশুদের মুখে হাসি ফোটাতে কেক , মিষ্টি ও মাংস ভাত তুলে দেওয়া হয়। সংস্থার কর্ণধার নবকুমার বসাক জানান সকলের সহযোগিতা পেলে তাঁরা যে কোনো অনুষ্ঠানে অসহায় মানুষের মুখে হাসি ফোটাতে পারবেন
