
নিজস্ব প্রতিবেদন ঃ শিলিগুড়িতে নার্সিং হোমে চিকিৎসা করাতে গিয়ে বিরাট অঙ্কের বিল দেখে বহু মানুষ ঘাবড়ে যান।করোনার দ্বিতীয় ঢেউয়ের ভয়াবহ পরিস্থিতির মধ্যেতো শিলিগুড়িতে বহু নার্সিং হোমের বিরুদ্ধে করোনা চিকিৎসার নামে লুঠপাটের মতো টাকা আদায়ের অভিযোগ ওঠে।সঙ্কটজনক মুহুর্তে শিলিগুড়িতে চিকিৎসার নামে কিছু নার্সিং হোমের বিরুদ্ধে চূড়ান্ত অমানবিক কাজের অভিযোগ উঠলেও কিন্তু শিলিগুড়ি মহকুমারই নকশালবাড়িতে মানুষের স্বার্থে চিকিৎসা পরিষেবা দেওয়ার বিরল নজির তৈরির খবর প্রকাশ্যে এসেছে। নকশালবাড়ির লালপুলে রয়েছে হোলি প্যালেস ক্রিশ্চিয়ান সেন্টার ফর হেল্থ এন্ড এডুকেশন। সেই হোলি প্যালেস হাসপাতালে বিনামূল্যে তিন মাস করোনা রোগীদের চিকিৎসা করা হয়েছে। সেই সেন্টারের ডিরেক্টর জনি সামপং জানালেন, গরিবদুঃখীদের ভালো ভাবে চিকিৎসা দেওয়া তাদের অন্যতম লক্ষ্য।সেই হাসপাতালে স্বাস্থ্য সাথি কার্ড নিয়ে চিকিৎসা হয়। একদম হতদরিদ্র মানুষেরা সেখানে বিনা পয়সায় অনেক চিকিৎসা পেয়েছে,আবার অনেকের চিকিৎসা বিলে ৫০ শতাংশ ছাড় দেওয়া হয়েছে। এখন সেখানে সরকারের সঙ্গে যৌথভাবে ব্যাপক টিকাকরন চলছে। ১৯৯৬ সালে লালপুল এলাকায় অনগ্রসর মানুষদের কথা চিন্তা করে ওই কেন্দ্র শুরু হয়। অন্ধকার পথে হাঁটতে থাকা বহু মানুষকে সেখানে আলোর মূল স্রোতে ফেরানো হয়েছে বিভিন্ন সামাজিক কর্মসূচির মাধ্যমে। আর এসব শুভ কাজের নেপথ্যে ছিলেন ডাঃ এস এস রাই। এখনো ডাক্তার রাই সেই হাসপাতালে বিনা পয়সায় রোগী দেখেন। বহু গরিব মানুষ সেখানে উপকৃত হচ্ছেন।
