শিলিগুড়ি বাঘাযতীন পার্কে শেষ হল মহকুমা বই মেলা

নিজস্ব প্রতিবেদন ঃ রবিবার ছিল ১১তম শিলিগুড়ি মহকুমা বইমেলার শেষ দিন। বইমেলার শেষ দিনে রবিবার নানান রকম অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল । এরমধ্যে ছিল শিশুদের জন্য বসে আকো প্রতিযোগিতা, অঙ্ক প্রতিযোগিতা এবং ক্যুইজ প্রতিযোগিতা। আয়োজন করা হয়েছিল নানা রকম সাংস্কৃতিক অনুষ্ঠানেরও। বিগত দু বছর ধরে সংক্রমনের জেরে ঘর বন্দী ছিল শিশুরা। পড়াশোনার ব্যবস্থা অনলাইনে থাকলেও মাঠে এসে বন্ধুদের সাথে খেলাধূলা থেকে বঞ্চিত ছিল তারা। ফলে এই বইমেলার শেষ দিনে শিশুদের জন্য আয়োজিত নানান রকম অনুষ্ঠানে শিশুরা ঘর থেকে বেরিয়ে মাঠে এসে অনেক বন্ধু ও সহপাঠীদের সাথে অঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে । আর শিশুদের মুখে হাসি ফোটাতে পেরে খুশি তাদের অভিভাবক ও বইমেলার উদ্যোক্তারা। শিলিগুড়ি বাঘাযতীন পার্কে এই বই মেলার আয়োজন করা হয়েছিল।