আর্জেন্টিনার জার্সির রংয়ের মিস্টি শিলিগুড়ি এনজেপিতে

নিজস্ব প্রতিবেদন ঃ ফুটবল বিশ্বকাপের ফাইনাল খেলা ঘিরে রবিবার উন্মাদনা ছিলো ফুটবলপ্রেমীদের মধ্যে। তবে এবার সেই উন্মাদনার প্রভাব দেখা যায় মিষ্টি বিক্রেতার মধ্যেও। শিলিগুড়ি নিউ জলপাইগুড়ির নেতাজি মোড় সংলগ্ন বাজার এলাকায় দেখা গিয়েছে আর্জেন্টিনার জার্সির রংয়ের মিষ্টি তৈরি করে ফেলেছেন এক ব্যবসায়ী। রসগোল্লার পাশাপাশি ওই ব্যবসায়ী ল্যাংচা তৈরি করেছেন আর্জেন্টিনার জার্সির রংয়ে। নিজে একজন আর্জেন্টিনার সমর্থক হওয়ায় ওই মিষ্টি ব্যবসায়ী গোটা দোকানেই আর্জেন্টিনার পতাকা দিয়ে সাজিয়েছেন ।তাছাড়া আর্জেন্টিনা দলের ফুটবলার মেসির ছবি লাগানো হয়েছে চারপাশে। মিষ্টি ব্যবসায়ী রাজীব ঘোষ বলেন, বিশ্বকাপ ফুটবলের চূড়ান্ত পর্বের খেলায় মুখোমুখি আর্জেন্টিনা ও ফ্রান্স, তাই আর্জেন্টিনার সমর্থক হয়ে গোটা দোকানকে সাজিয়েছি। সকাল থেকে প্রচুর আর্জেন্টিনার সমর্থক এসে সেই মিষ্টি কিনেছে। আর্জেন্টিনা বিশ্বকাপ জেতায় এখন সেই মিস্টির চাহিদা আরও বেড়েছে।