শিলিগুড়িতে ঐতিহাসিক জিউ জিৎসু প্রশিক্ষণ শিবিরের পর্দা নামল, শংসাপত্র পেয়ে উচ্ছ্বসিত প্রশিক্ষণার্থীরা

নিজস্ব প্রতিবেদন:
আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন জিউ জিৎসু প্রশিক্ষক মিকো হাইটোনেনের ঐতিহাসিক প্রশিক্ষণ শিবির সফলভাবে সম্পন্ন হল শিলিগুড়ির মারওয়াড়ি প্যালেসে। দুদিন ধরে চলা এই বিশেষ প্রশিক্ষণ শিবিরের পর বৃহস্পতিবার শিলিগুড়ি ভক্তিনগর পাইপ লাইনে অবস্থিত সেনসি সহদেব বর্মনের প্রশিক্ষণ কেন্দ্রে অংশগ্রহণকারীদের হাতে শংসাপত্র তুলে দেওয়া হয়।

এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রশিক্ষণার্থীরা বিশ্ববিখ্যাত প্রশিক্ষক মিকো হাইটোনেনের স্বাক্ষরিত শংসাপত্র গ্রহণ করেন। সরাসরি আন্তর্জাতিক মানের প্রশিক্ষকের কাছ থেকে পাওয়া এই শংসাপত্রে অংশগ্রহণকারীদের মধ্যে খুশি ও উৎসাহ চোখে পড়ার মতো ছিল।

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে সেনসি সহদেব বর্মন জানান, ভবিষ্যতেও শিলিগুড়িতে এই ধরনের আন্তর্জাতিক মানের জিউ জিৎসু প্রশিক্ষণ শিবির আরও বেশি করে আয়োজন করার জন্য তাঁরা উদ্যোগী হবেন। এই প্রশিক্ষণ শিবির স্থানীয় খেলোয়াড় ও আত্মরক্ষায় আগ্রহী যুবসমাজের কাছে এক নতুন দিগন্ত খুলে দিল বলে মনে করছেন সংশ্লিষ্টরা।