
নিজস্ব প্রতিবেদনঃ গাছের উপরে চিতাবাঘ, যা দেখে চাঞ্চল্য ছড়াল এলাকায়।ঘটনাটি শিলিগুড়ি মহকুমার নকশালবাড়ি কালুয়াজোত ভারত-নেপাল সীমান্ত এলাকায়। গাছের মগডালে চিতাবাঘ দেখতে পেয়ে স্থানীয় বাসিন্দারা তড়িঘড়ি খবর দেয় পুলিশ প্রশাসন ও বনদপ্তরকে। ঘটনাস্থলে কর্মীরা এসে চিতাটিকে অরণ্যে পাঠানোর চেষ্টা করলেও, ওই গাছ থেকে নেমে পুনরায় আবার অন্য একটি গাছে উঠে পড়ে চিতাবাঘটি। এই ঘটনা ঘিরে এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পরে। এলাকায় মানুষের ভিড় নিয়ন্ত্রণে আনতে পুলিশের পাশাপাশি ঘটনাস্থলে পৌছায় এসএসবির ৪১ নম্বর ব্যাটেলিয়ান। ঘটনাস্থলে বনকর্মীরা পৌঁছে চিতাকে বাগে আনার চেষ্টা করে। এই খবর ছড়িয়ে পড়তেই চিতাবাঘ দেখতে ভিড় জমিয়েছিলেন এলাকার সাধারণ মানুষ। আর এই কারনেই আতঙ্কে পড়ে চিতাটি। অবশেষে দীর্ঘ প্রতীক্ষার পর বনদপ্তরের কর্মীদের অক্লান্ত পরিশ্রমে জালবন্দী করা হয় চিতাটি। ঘুমপাড়ানি গুলি করে চিতাটিকে জলে পুরে নিয়ে যাওয়া হয় গভীর অরণ্যে।
