
নিজস্ব প্রতিবেদন ঃ চা বাগানের শ্রমিকরা অনেক পরিশ্রম করেন।কিন্তু সেই অনুযায়ী তাদের পুষ্টিকর খাবার জোটে না। তাদের শরীরে ক্যালসিয়ামের ঘাটতি তৈরি হয়। আর সেই কারনে ডুয়ার্সের নাগরাকাটা ব্লকের গ্রাসমোড় চা বাগানে শ্রমিকদের স্বাস্থ্য পরীক্ষা হলো রবিবার। রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত নার্স সোনালি সামন্ত ওই মানবিক উদ্যোগ নেন।তাঁকে সহযোগিতার হাত বাড়িয়ে দেন উত্তর বঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতাল এলাকার আমরা বেকার সংগঠনের সমাজসেবী সজল দত্ত। উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালের ফিজিক্যাল মেডিসিন এন্ড রিহ্যাবিলিটেশন বিভাগের বিশিষ্ট বিশেষজ্ঞ চিকিৎসক ডাঃ পার্থপ্রতিম পানের নেতৃত্বে মেডিক্যাল থেকে চিকিৎসকরা ওই চা বাগানে যান।তাঁরা শ্রমিকদের স্বাস্থ্য পরীক্ষা করে বিনামূল্যে ওষুধও বিলি করেন। বহু গরিব চা শ্রমিক এতে উপকৃত হন। ডাক্তার পান বলেন,ক্যালসিয়ামের অভাবে অনেকে ব্যথায় ভুগছেন।অনেকের বাত, আর্থাইটিস রয়েছে। তাঁরা অনেককে ব্যায়াম করার পরামর্শও দিচ্ছেন।
