শিলিগুড়ি জংশন পত্রিকার আয়োজনে যুব কবিতা উৎসব

নিজস্ব প্রতিবেদন ঃ শিলিগুড়িতে অনুষ্ঠিত হয়ে গেল দুদিন ব্যাপী শিলিগুড়ি যুব কবিতা উৎসব। আয়োজনে ছিল শিলিগুড়ি জংশন পত্রিকা। সহযোগিতায় বঙ্গীয় সাহিত্য পরিষদ মহকুমা গ্রন্থাগার, শিলিগুড়ি। এবার এই উৎসবে মোট ১০০ জন তরুণ কবি ও আবৃত্তিকার অংশগ্রহণ করছে। উৎসবের প্রথম দিন চারা গাছে জল প্রদানের মাধ্যমে উদ্বোধন পর্ব শুরু হয়। উপস্থিত ছিলেন সুফল বিশ্বাস, নন্দিতা সিনহা, সংগ্রাম মিত্র, রাত্রি নন্দী, অরুপ কুমার সাঁফুই। উপস্থিত ছিলেন প্রবীন কবি শিশির রায় নাথ। এছাড়াও চিত্রশিল্প জগৎ থেকে ইন্দ্রনীল দত্ত, সঙ্গীত জগত থেকে মৌসুমী দাশগুপ্ত আরও অন্যান্য শিল্পমাধ্যমের শিল্পীরা। আজ উৎসব মঞ্চেই শিল্পী সুশান্ত পালকে নাগরিক সৃজন সম্মানে সম্মানিত করা হয়। প্রকাশ পেয়েছে আলিপুরদুয়ারের পত্রিকা *স্তুতি*। শিলিগুড়ি পত্রিকার সম্পাদক দ্বয় সুভান ও সুমন মল্লিক সেখানে প্রশংসনীয় ভূমিকা পালন করেন।