২৩শে মার্চ থেকে শুরু ভাওয়াইয়া উৎসব

নিজস্ব প্রতিবেদন ঃ আগামী ২৩, ২৫ ও ২৬শে মার্চ থেকে শুরু হচ্ছে ভাওয়াইয়া ও যাত্রা উৎসব। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নির্দেশে সমস্ত ব্লকে ২৩ শে মার্চ থেকে শুরু হচ্ছে ভাওয়াইয়া উৎসব। ২৫ এবং ২৬ শে মার্চ থেকে শুরু হচ্ছে যাত্রা উৎসব। এ উপলক্ষে এক জরুরি আলোচনা সভার ডাক দেওয়া হয়েছিল রাজগঞ্জ ব্লকের শিকারপুর গ্রাম পঞ্চায়েতের দেবী চৌধুরানী সভাকক্ষে।সেখানে উপস্থিত ছিলেন রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায়, জলপাইগুড়ি জেলা পরিষদের সভাধিপতি উত্তরা বর্মন, রাজগঞ্জের বিডিও পঙ্কজ কোনার, রাজগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি পূর্ণিমা রায়, জলপাইগুড়ি প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান লক্ষ মোহন রায়, বেলাকোবা পুলিশ ফাঁড়ির ওসি বুদ্ধদেব ঘোষ সহ একাধিক অঞ্চলের প্রধান ও সমাজসেবী। আলোচনা সভায় যাত্রা উৎসব উপলক্ষে এক কমিটি গঠন করা হয়। রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায় এ বিষয়ে বিভিন্ন খবর জানান।