করোনা সচেতনতায় আদিবাসী ভাষায় সঙ্গীত

নিজস্ব প্রতিবেদন ঃ শিলিগুড়ি মহকুমার শিবমন্দিরে বাড়ি অশোক ঝা-র।তিনি ডুয়ার্সের নাগরাকাটা ব্লকের হোপ চা বাগানের লেবার ওয়েলফেয়ার অফিসার। করোনার দ্বিতীয় ঢেউ শুরু হতেই তিনি করোনা সচেতনতার ওপর গান বেঁধেছেন এবং সুর দিয়েছেন । মঙ্গলবার চা বাগানে আদিবাসী ভাষায় তিনি করোনা সচেতনতার সঙ্গীত পরিবেশন করছেন।