No Mask, No Sale শিলিগুড়িতে সিদ্ধান্ত বৃহত্তর খুচরা ব্যবসায়ী সমিতির

বিপ্লব রায় মুহুরী(সাধারণ সম্পাদক,বৃহত্তর শিলিগুড়ি খুচরা ব্যবসায়ী সমিতি)ঃইতিমধ্যেই সমগ্র দেশে করোনা(COVID-19)-র দ্বিতীয় ঢেউ আছড়ে পড়েছে। স্বভাবতই সমাজের সকল স্তরের মানুষের পাশাপাশি আমরাও উদ্বিগ্ন ও আতঙ্কিত। বিগত বছরে করোনার প্রভাবে এবং লকডাউনের কারণে ইতিমধ্যেই ব্যবসায়ীরা আর্থিক ক্ষতির সম্মুখীন। এমতাবস্থায় ‘বৃহত্তর শিলিগুড়ি খুচরা ব্যবসায়ী সমিতি’র সকল সহযোগী/অনুমোদিত ব্যবসায়ী সংগঠন/বাজার কমিটির সম্মিলিত সিদ্ধান্ত অনুযায়ী শিলিগুড়ি শহর ও পাশ্ববর্তী এলাকার সমস্ত খুচরা বাজার আপাতত স্বাভাবিকভাবেই চলবে। মার্কেট/বাজারগুলি নির্দিষ্ট সময় ও নিয়মেই খোলা থাকবে। এই বিষয়ে আমরা প্রশাসনিক নির্দেশের অপেক্ষায় থাকব। কিন্তু বর্তমান করোনা আবহে জনজীবন বিশেষতঃ বিভিন্ন মার্কেট তথা বাজার এলাকা স্বাভাবিক রাখতে এবং ব্যবসায়ীদের সুরক্ষিত রাখতে বেশ কিছু সাবধানতা অবলম্বন করা হয়েছে। প্রত্যেক ব্যবসায়ীকে অবশ্যই মাক্স ও স্যানিটাইজার ব্যবহার করতে হবে। বাজারগুলিতে অযথা ভিড় করা যাবে না। ‘No Mask, No Sale’ অর্থাৎ মাক্স পরিহিত না থাকলে কোন ক্রেতাকে জিনিস বিক্রি করা যাবে না। মার্কেট তথা বাজারগুলি নিয়মিত স্যানিটাইজ করা হবে। এই বিষয়ে আজ সংগঠনের পক্ষ থেকে ‘শিলিগুড়ি মিউনিসিপ্যাল কর্পোরেশন’-এর মাননীয় কমিশনার শ্রী সনম্ ওয়াংদি ভুটিয়া মহাশয়ের কাছে আবেদন করা হয় ও কিছু প্রস্তাব দেওয়া হয়। কিছুদিনের মধ্যেই কর্পোরেশনের পক্ষ থেকে বাজারগুলোতে স্যানিটাইজেশনের কাজ শুরু করা হবে, পাশাপাশি সমিতির পক্ষ থেকেও বাজারগুলিতে এই কাজ করা হবে। ক্রেতা-বিক্রেতা সকলকেই শারীরিক দূরত্ব মেনে চলতে হবে। এছাড়াও বর্তমান অবস্থায় কোনভাবেই যাতে জিনিসপত্রের অযথা মূল্য বৃদ্ধি না ঘটে বা বাজারে কৃত্রিম অভাব দেখা না দেয় সেদিকে ‘বৃহত্তর শিলিগুড়ি খুচরা ব্যবসায়ী সমিতি’র অবশ্যই নজর থাকবে।